বৃহস্পতিবার ২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

২০২৪ সালে জেনিথ লাইফের শতভাগ বীমা দাবি পরিশোধ

  |   সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   140 বার পঠিত

২০২৪ সালে জেনিথ লাইফের শতভাগ বীমা দাবি পরিশোধ

বীমা দাবি পরিশোধে উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করে যাচ্ছে চতুর্থ প্রজন্মের বীমা কোম্পানি জেনিথ ইসলামী লাইফ। প্রতিষ্ঠানটি ২০২৪ সালে প্রায় শতভাগ বীমা দাবি পরিশোধ করে। রোববার (২৩ ফেব্রুয়ারি) বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) নিকট পাঠানো চিঠিতে এ তথ্য জানিয়েছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

চিঠিতে বলা হয়, ২০২৪ সালে জেনিথ ইসলামী লাইফের অনিষ্পত্তি বীমা দাবি ছিলো ৫৯ লাখ ৪৭ হাজার ৮১৬ টাকা। আর বছরজুড়ে বীমা দাবির পরিমাণ ৭ কোটি ০৮ লাখ ০৪ হাজার ৯৪৭ টাকা। এর মধ্যে কোম্পানিটি গ্রাহকদের ৭ কোটি ৫৩ লাখ ১৪ হাজার ১৫৫ টাকা বা মোট বীমা দাবির ৯৮ দশমিক ১৩ শতাংশ পরিশোধ করেছে। মোট বীমা দাবি পরিশোধের পর অনিষ্পত্তি রয়েছে ১৪ লাখ ৩৮ হাজার ৬০৮ টাকা।

আইডিআরএ পাঠানো চিঠিতে আরো উল্লেখ করা হয়, জেনিথ ইসলামী লাইফ দাবি সংক্রান্ত নথিপত্র সঠিক থাকলে সর্বোচ্চ ০৭ কার্যদিবসের মধ্যে দাবি নিষ্পত্তি করে থাকে। এছাড়াও, বীমা দাবি সমূহ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে ইআরপি সফটওয়‍্যারের মাধ্যমে অনলাইনে দাবি নিষ্পত্তি করা হচ্ছে। একাউন্ট পেয়ি চেকের পাশাপাশি বিইএফটিএন এবং এমএফএস-এর মাধ্যমেও দাবি পরিশোধ করা হচ্ছে, এতে গ্রাহকগণ দ্রুত বীমা দাবির টাকা পেয়ে যাচ্ছেন।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
advertisement

Posted ২:৪৩ অপরাহ্ণ | সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com