
| মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ | প্রিন্ট | 152 বার পঠিত
জনতা ইন্স্যুরেন্স পিএলসির মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে মুহাম্মদ আবু বক্কর ছিদ্দিককে পুনঃনিয়োগ প্রস্তাব অনুমোদন করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।
নিয়োগপত্রের শর্তাদি পরিপালন সাপেক্ষে ২৮ ফেব্রুয়ারি ২০২৫ থেকে ২৭ ফেব্রুয়ারি ২০২৮ তারিখ পর্যন্ত তিন বছরের জন্য তার এই নিয়োগ অনুমোদন করা হয়েছে।
গত ১৬ মার্চ কর্তৃপক্ষের উপ-পরিচালক (নন-লাইফ) মো. সোলায়মান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠিতে নিয়োগ অনুমোদনের কথা জানানো হয়।
মুহাম্মদ আবু বক্কর ছিদ্দিক জগন্নাথ বিশ্ববিদ্যালয় হতে ইতিহাস বিভাগ থেকে বিএ অনার্স সহ মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। পরবর্তীতে এলএল.বি ডিগ্রীও অর্জন করেন। তিনি বীমা আইন ও জেনারেল ইন্স্যুরেন্সের বেসিক কোর্স ও কোম্পানী ম্যানেজমেন্ট কোর্স সম্পন্ন করেন।
এই বীমা ব্যক্তিত্ব বিভিন্ন নন-লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে শাখা ব্যবস্থাপক, আন্ডাররাইটিং, ব্রাঞ্চ কন্ট্রোল, ক্লেইম, রি-ইন্স্যুরেন্স,ফাইন্যান্স এন্ড একাউন্টস্, ব্যবসা উন্নয়ন এবং প্রশাসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দীর্ঘ ২১ বছর কাজ করার অভিজ্ঞতা অর্জন করেছেন।
ইতিপূর্বে তিনি ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানিতে উপ ব্যবস্থাপনা পরিচালক ও গ্লোবাল ইন্স্যুরেন্স কোম্পানিতে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।
Posted ১২:১৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity