
| বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫ | প্রিন্ট | 114 বার পঠিত
জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ম্যানেজারস্ কনফারেন্স ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বুধবার (১৯ মার্চ) দিনব্যাপী রাজধানীর পল্টন টাওয়ারের ইআরএফ মিলনায়তনে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।
কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) প্রেসিডেন্ট ও গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যান সাঈদ আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেনিথ ইসলামী লাইফের ভাইস চেয়ারম্যান এটিএম এনায়েত উল্যাহ, বিনিয়োগ কমিটির চেয়ারম্যান মোঃ ছায়েদুর রহমান, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্য এবং পপুলার লাইফের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বি এম ইউসুফ আলী এবং বাংলাদেশ কো-অপারেটিভ ইন্স্যুরেন্স কোম্পানির সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের জয়েন্ট সেক্রেটারি জেনারেল নুরে আলম সিদ্দিকী।
সভার সভাপতিত্ব করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের জয়েন্ট সেক্রেটারি জেনারেল এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্য এস এম নুরুজ্জামান।
সভায় সারাদেশ থেকে বাছাইকৃত প্রায় ২ শতাধিক উন্নয়ন কর্মকর্তা উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি
Posted ৫:১২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity