
| বুধবার, ২৮ মে ২০২৫ | প্রিন্ট | 116 বার পঠিত
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে সামান্য ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্যমতে, ২৭ মে (মঙ্গলবার) পর্যন্ত দেশের মোট (গ্রস) রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২ হাজার ৫৮০ কোটি ডলার, যা ২৫ দশমিক ৮০ বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ।
তবে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী হিসাব করলে—আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) প্রণীত ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম৬) অনুযায়ী—রিজার্ভের পরিমাণ কিছুটা কম। এই মানদণ্ড অনুযায়ী, বর্তমানে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০ দশমিক ৫৬ বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ তথ্য জানানো হয়।
এর আগে গত বৃহস্পতিবার (২২ মে) পর্যন্ত দেশের মোট (গ্রস) রিজার্ভ ছিল ২ হাজার ৫৬৪ কোটি ২৭ লাখ ৪০ হাজার বা ২৫ দশমিক ৬৪ বিলিয়ন মার্কিন ডলারে। আর বিপিএম৬ অনুযায়ী, এ সময়ে রিজার্ভের পরিমাণ ছিল ২ হাজার ২৭ কোটি ২৭ লাখ ডলার বা ২০ দশমিক ২৭ বিলিয়ন ডলার।
Posted ১২:৩২ অপরাহ্ণ | বুধবার, ২৮ মে ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity