শুক্রবার ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বৈধ পথে রেমিট্যান্স বাড়াতে লন্ডনে মানি ট্রান্সফার কোম্পানির সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বৈঠক

  |   বুধবার, ১১ জুন ২০২৫   |   প্রিন্ট   |   203 বার পঠিত

বৈধ পথে রেমিট্যান্স বাড়াতে লন্ডনে মানি ট্রান্সফার কোম্পানির সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বৈঠক

বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির লক্ষ্যে যুক্তরাজ্যে অবস্থিত মানি ট্রান্সফার কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। যুক্তরাজ্যের স্থানীয় সময় মঙ্গলবার (১০ জুন) লন্ডনের বাংলাদেশ হাইকমিশনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ইকোনোমিক কাউন্সিলরের উপস্থিতিতে অনুষ্ঠিত এই বৈঠকে বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর প্রক্রিয়া সহজীকরণ, হুন্ডি প্রতিরোধ এবং প্রবাসীদের অংশগ্রহণ আরও জোরদার করার বিষয়ে বিস্তৃত আলোচনা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন নেক গ্রুপের চেয়ারম্যান ও এনআরবি মানি ট্রান্সফার কোম্পানি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ইকরাম ফরাজী, ব্র্যাক সাজনের ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সালামসহ যুক্তরাজ্যভিত্তিক বিভিন্ন মানি ট্রান্সফার প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।

নেক গ্রুপের চেয়ারম্যান ইকরাম ফরাজী বলেন, “প্রবাসীদের নিয়ে বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগ রেমিট্যান্স ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও স্বচ্ছ করবে। আমরা আশাবাদী, এই ধরনের বৈঠক প্রবাসীদের আস্থার জায়গা তৈরি করবে এবং হুন্ডির বিরুদ্ধে জনসচেতনতা বাড়াবে।”

তিনি গভর্নরকে আশ্বস্ত করে বলেন, “‘হটাব হুন্ডি, বাঁচাব দেশ, গড়ব সোনার বাংলাদেশ’—এই প্রতিপাদ্যে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একযোগে আমরা কাজ করতে প্রস্তুত। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে প্রবাসীরা সবসময় অগ্রণী ভূমিকা রাখতে আগ্রহী।”

বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, “প্রবাসীদের পাঠানো বৈধ রেমিট্যান্স দেশের অর্থনীতির একটি প্রধান চালিকা শক্তি। এই সহযোগিতা অব্যাহত থাকলে আগামী দিনে রেমিট্যান্স প্রবাহ আরও বাড়বে।”

বৈঠকে অংশগ্রহণকারীরা সরকারের রেমিট্যান্স প্রণোদনা ও ব্যাংকিং প্রক্রিয়া সহজ করার উদ্যোগের প্রশংসা করেন এবং এর আওতা আরও বাড়ানোর আহ্বান জানান।

 

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
advertisement

Posted ৫:৪৮ অপরাহ্ণ | বুধবার, ১১ জুন ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com