শুক্রবার ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বিদেশি বীমা কোম্পানির ব্যয় নিয়ন্ত্রণে খসড়া বিধিমালা, মতামত চাইল আইডিআরএ

  |   বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫   |   প্রিন্ট   |   180 বার পঠিত

বিদেশি বীমা কোম্পানির ব্যয় নিয়ন্ত্রণে খসড়া বিধিমালা, মতামত চাইল আইডিআরএ

বাংলাদেশে ব্যবসা পরিচালনাকারী বিদেশি লাইফ বীমা কোম্পানির প্রধান কার্যালয় সর্বোচ্চ নিট প্রিমিয়াম আয়ের ৩% ব্যয় করতে পারবে—এমন বিধান চূড়ান্ত করতে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) মতামত আহ্বান করেছে।

আগামী ৭ জুলাই ২০২৫ তারিখের মধ্যে সংশ্লিষ্ট অংশীজন, বিশেষজ্ঞ এবং জনসাধারণের মতামত পাঠাতে অনুরোধ করা হয়েছে।

বুধবার (১৮ জুন) আইডিআরএ’র পরিচালক (আইন) মোহা. আবদুল মজিদ স্বাক্ষরিত চিঠি বিআইএ, বিআইএফ, ইন্স্যুরেন্স একাডেমি, মেটলাইফ বাংলাদেশ এবং এলআইসি বাংলাদেশ লিমিটেডসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে।

আইডিআরএ বলছে, বীমা আইন, ২০১০-এর ৬২ ধারার ব্যাখ্যায় বলা হয়েছে—যেসব কোম্পানির মূল ব্যবসাস্থল বাংলাদেশের বাইরে, তাদের প্রধান কার্যালয়ের ব্যয়সংক্রান্ত একটি নির্ধারিত কাঠামো প্রয়োজন। বর্তমানে সুনির্দিষ্ট বিধান না থাকায়, এই খাতে স্বচ্ছতা ও নিয়ন্ত্রণ নিশ্চিত করতে ‘ব্যবস্থাপনা ব্যয়ের সর্বোচ্চ সীমা নির্ধারণী বিধিমালা, ২০২০’ সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।

এই প্রেক্ষিতে সংশ্লিষ্ট বিধিমালার প্রস্তুতকৃত সংশোধন খসড়া বিষয়ে সংশ্লিষ্ট অংশীজন, বিশেষজ্ঞও জনসাধারণের সুচিন্তিত আগামী ৭ জুলাই ২০২৫ তারিখের মধ্যে সফটকপি (মাইক্রোসফট ওয়ার্ডে নিকষ ফন্টে) এবং হার্ডকপি (পিডিএফ) বর্ণিত ই-মেইলে (officerlaw@idra.org.bd, nupur88102@gmail.com) প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

আইডিআরএ’র চিঠিতে আরো বলা হয়েছে, উল্লেখিত দু’টি ই-মেইল ব্যতিত সরাসরি হার্ডকপি গ্রহণযোগ্য নয়। এ ছাড়াও বর্ণিত তারিখের মধ্যে ই-মেইলে মতামত প্রেরিত না হলে এ বিষয়ে কারো আপত্তি বা মতামত নাই মর্মে গণ্য করা হবে এবং কর্তৃপক্ষ কর্তৃক পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হবে।

বিদেশি বীমা কোম্পানির প্রধান কার্যালয়ের ব্যয়ের সীমা নির্ধারণের ক্ষেত্রে ‘লাইফ ইন্স্যুরেন্স ব্যবসায় ব্যবস্থাপনা ব্যয়ের সর্বোচ্চ সীমা নির্ধারণী বিধিমালা, ২০২০’ এর প্রস্তাবিত সংশোধনীতে যা বলা হয়েছে-

“৪। বীমাকারীর মূল ব্যবসাস্থল বাংলাদেশের বাহিরে থাকিলে সেক্ষেত্রে প্রধান কার্যালয়ের ব্যয় বীমাকারীর লাইফ ইন্স্যুরেন্স ব্যবসায় সংশ্লিষ্ট বৎসরের নীট প্রিমিয়াম আয়ের সর্বোচ্চ ৩% (তিন শতাংশ) পর্যন্ত করা যাইবে।

তবে শর্ত থাকে যে, প্রধান কার্যালয়ের এ ব্যয়ের সীমা বিধি ৩ এ নির্ধারিত ব্যয় সীমার অন্তর্ভুক্ত হিসেবে গণ্য হইবে এবং তাহা কোন অবস্থাতেই বিধি ৩ এ বর্ণিত সীমার অতিরিক্ত হিসেবে গণ্য হইবে না।

আরও শর্ত থাকে যে, এ বিধিতে নির্ধারিত প্রধান কার্যালয়ের ব্যয় বিদেশে প্রেরণের পূর্বে ব্যয়ের যৌক্তিকতাসহ পূর্ণাঙ্গ বিবরণী দাখিলপূর্বক কর্তৃপক্ষের পূর্বানুমোদন গ্রহণ করিতে হইবে।”

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
advertisement

Posted ১২:৫০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com