শুক্রবার ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

লাইফ বীমা শিল্পের সিইওদের সাথে বিআইএ’র মতবিনিময় সভা বুধবার

  |   সোমবার, ২৩ জুন ২০২৫   |   প্রিন্ট   |   170 বার পঠিত

লাইফ বীমা শিল্পের সিইওদের সাথে বিআইএ’র মতবিনিময় সভা বুধবার

লাইফ বীমা খাতের উন্নয়ন, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ করণীয় নিয়ে সরাসরি মতবিনিময়ে বসছে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ) ও দেশের লাইফ বীমা কোম্পানিগুলোর শীর্ষ নির্বাহীরা।

আগামী ২৫ জুন (বুধবার) সন্ধ্যা ৭টায় রাজধানীর ঢাকা ক্লাবের সিনহা লাউঞ্জে এ মতবিনিময় সভার আয়োজন করেছে বিআইএ। বীমা শিল্পের নীতিনির্ধারণ, স্বচ্ছতা, প্রযুক্তি ব্যবহার এবং গ্রাহকসেবার মানোন্নয়নসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হবে এ সভায়।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করবেন বিআইএ’র প্রেসিডেন্ট সাঈদ আহমেদ। এ সংক্রান্ত একটি চিঠি গত ৪ জুন সকল লাইফ বীমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

এর আগে, বিআইএ’র নির্বাহী কমিটির ২২৪তম সভায় বীমা শিল্পের সার্বিক বিষয়াদি নিয়ে সকল লাইফ ও নন-লাইফ কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও চেয়ারম্যানদের সাথে পর্যায়ক্রমে আলাদাভাবে ও পরবর্তীতে যৌথভাবে আলোচনা সভা আয়োজন করার সিদ্ধান্ত নেয়া হয় ।

গত ২৭ মে অনুষ্ঠিত ওই সভার সিদ্ধান্ত অনুসারে মুখ্য নির্বাহীদের সাথে এই মতবিনিময় সভা আয়োজন করা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। একইসাথে সভাটি বীমা খাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

 

প্রতিদিনের অর্থনীতি/এসইউ
Facebook Comments Box
advertisement

Posted ১১:৪১ পূর্বাহ্ণ | সোমবার, ২৩ জুন ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com