
| মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫ | প্রিন্ট | 837 বার পঠিত
এবার বীমা ব্যবসা নিবন্ধন ফি বিধিমালা-২০১২ সংশোধন আনা হচ্ছে। সংশোধিত বিধিমালায় বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) বীমা কোম্পানির বার্ষিক নিবন্ধন নবায়ন ফি প্রতি হাজার টাকার গ্রস প্রিমিয়ামের বিপরীতে বর্তমানে নেওয়া ১ টাকা থেকে বাড়িয়ে ৫ টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে।
সোমবার (১ জুলাই) আইডিআরএ’র পরিচালক (আইন) মোহাঃ আব্দুল মজিদ স্বাক্ষরিত এক স্মারকে বীমা ব্যবসা নিবন্ধন ফি বিধিমালা-২০১২ এর প্রস্তাবিত খসড়া প্রজ্ঞাপনের উপর মতামত আহ্বান করা হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, ২০১২ সালে বীমা কোম্পানির নিবন্ধন নবায়ন ফি প্রতি হাজার টাকা গ্রস প্রিমিয়ামের বিপরীতে ৩ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছিল। পরে ২০১৮ সালে ভারতের সঙ্গে তুলনা করে এই ফি কমিয়ে ১ টাকা করা হয়। ২০২৩ সালের হিসাবে, ভারতে মোট গ্রস প্রিমিয়ামের পরিমাণ ছিল প্রায় ৬ লাখ কোটি রুপি (যা ৭০ থেকে ৮০ বিলিয়ন মার্কিন ডলারের সমান) এবং বাংলাদেশে একই সময়ে গ্রস প্রিমিয়ামের পরিমাণ ছিল প্রায় ১৮,২২৭ কোটি টাকা। যদিও ভারতে নিবন্ধন নবায়নের ফি কম, কিন্তু সেখানে আয় অনেক বেশি হওয়ায় ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অব ইন্ডিয়া প্রতিবছর প্রায় ৬০০ কোটি রুপি আয় করে, যা দিয়ে তাদের সব ব্যয় নির্বাহ করা সম্ভব হয়। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আয় তুলনামূলকভাবে অনেক কম। ২০২৫-২৬ অর্থবছরের জন্য আইডিআরএ’র প্রস্তাবিত আয় ৩৭.৫৯ কোটি টাকা এবং প্রস্তাবিত ব্যয় ৩৭.৬৮ কোটি টাকা, অর্থাৎ আয়-ব্যয়ের মধ্যে প্রায় সমতা থাকলেও কোনো সঞ্চয় হচ্ছে না।
চিঠিতে আরও বলা হয়েছে, বর্তমানে নিবন্ধন নবায়ন ফি প্রতি হাজার টাকার গ্রস প্রিমিয়ামের বিপরীতে ১ (এক) টাকা নির্ধারিত রয়েছে, যার মাধ্যমে কর্তৃপক্ষ কোনও রকমে তাদের ব্যয় মেটাতে পারছে। তবে এতে কোনো সঞ্চয় করা সম্ভব হচ্ছে না। ভবিষ্যতে এই ব্যয় ৪ (চার) গুণ বা তার থেকেও বেশি বাড়তে পারে। কারণ, কর্তৃপক্ষকে বীমা কোম্পানিগুলোর আইআইএমএস সেবা বিনামূল্যে দিতে হচ্ছে, পাশাপাশি জনবল বাড়ানো, কর্মীদের পেনশন ও গ্র্যাচুইটি ব্যবস্থা চালু করা, নিজস্ব ভবন তৈরি, আঞ্চলিক অফিস স্থাপন এবং বীমা শিল্পে পেশাদারিত্ব আনতে বিসিআইআই, বিআইআইএম ও অ্যাকচুয়ারিয়াল সোসাইটি অব বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে। এসব উদ্যোগ বাস্তবায়নের জন্য বাড়তি অর্থের প্রয়োজন হবে। তাই কর্তৃপক্ষের আর্থিক সক্ষমতা বাড়ানোর জন্য নিবন্ধন নবায়ন ফি ১ (এক) টাকার জায়গায় ৫ (পাঁচ) টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। এ উদ্দেশ্যে ‘বীমা ব্যবসা নিবন্ধন ফি বিধিমালা, ২০১২’-এর সংশোধনের জন্য একটি খসড়া প্রজ্ঞাপন প্রস্তুত করা হয়েছে।
আগামী ১৫ দিনের মধ্যে সংশোধনীর খসড়া প্রজ্ঞাপন বিষয়ে সংশ্লিষ্ট অংশীজন, বিশেষজ্ঞ, জনসাধারণের সুচিন্তিত মতামত আহবান করেছে নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ। কর্তৃপক্ষের নির্ধারিত দু’টি ই-মেইলে মতামত পাঠাতে বলা হয়েছে। মতামতটি মাইক্রোসফট ওয়ার্ডে (নিকস ফন্টে) সফট কপি এবং পিডিএফ ফরম্যাটে হার্ডকপি আকারে নিচের দুইটি ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে: officerlaw@idra.org.bd, nupur88102@gmail.com|। চিঠিতে আরো বলা হয়, এই দুইটি ই-মেইল ছাড়া অন্য কোনো মাধ্যমে (যেমন সরাসরি হার্ডকপি) পাঠানো মতামত গ্রহণযোগ্য হবে না। নির্ধারিত সময়ের মধ্যে কোনো মতামত না পাওয়া যায়, তাহলে ধরে নেওয়া হবে যে এ বিষয়ে কারো কোনো আপত্তি বা মতামত নেই এবং সেই অনুযায়ী কর্তৃপক্ষ পরবর্তী পদক্ষেপ নেবে।
Posted ১:৫৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity