
| রবিবার, ১৩ জুলাই ২০২৫ | প্রিন্ট | 342 বার পঠিত
আমদানি ও রপ্তানির ক্ষেত্রে ডকুমেন্টারি কালেকশন পদ্ধতির লেনদেনে আন্তর্জাতিক নিয়ম-কানুন মেনে চলতে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার (১৩ জুলাই) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ সংক্রান্ত এক সার্কুলার জারি করা হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) প্রকাশিত ইউনিফর্ম রুলস ফর কালেকশনস (ইউআরসি) এর সর্বশেষ সংস্করণ অনুসরণ করে আমদানি-রপ্তানি লেনদেন সম্পন্ন করতে হবে।
বর্তমানে প্রচলিত আমদানি নীতিমালা ও রপ্তানি নীতিমালার আলোকে এবং ফরেন এক্সচেঞ্জ ট্রানজেকশন সংক্রান্ত নির্দেশনা অনুসারে, অল্টারনেটিভ পেমেন্ট (ক্যাশ ইন অ্যাডভান্স, ডকুমেন্টারি কালেকশন এবং ওপেন অ্যাকাউন্ট) পদ্ধতিতেও বৈধ বাণিজ্যিক লেনদেন করতে পারবে। তবে এসব বিকল্প পদ্ধতির ক্ষেত্রে আন্তর্জাতিক নিয়ম মেনে চলার ওপর জোর দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
এর আগে, ২০০৭ সালের একটি নির্দেশনায় আমদানি-রপ্তানি পণ্যের ক্ষেত্রে এলসি ইস্যুর জন্য ইউসিপি ৬০০ অনুসরণ বাধ্যতামূলক করা হয়। বৈশ্বিক বাণিজ্যে ঝুঁকি নিয়ন্ত্রণ, স্বচ্ছতা নিশ্চিত এবং লেনদেনের মান রক্ষা করতেই এই আন্তর্জাতিক নিয়ম মেনে আমদানি রপ্তানির তথ্য সংগ্রহ করতে বলা হয়েছে।
Posted ৭:১৫ অপরাহ্ণ | রবিবার, ১৩ জুলাই ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity