
| রবিবার, ০৩ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 878 বার পঠিত
বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসির (বিজিআইসি) মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে আহমেদ সাইফুদ্দীন চৌধুরী মিন্টু পঞ্চম মেয়াদের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন।
তিনি ২০১৩ সালের ১ আগস্ট থেকে কোম্পানির সিইও হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এর আগে তিনি বিজিআইসির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
আহমেদ সাইফুদ্দীন চৌধুরী ১৯৮৬ সালে বিজিআইসির প্রধান কার্যালয়ে চাকরি জীবন শুরু করেন। পরে চট্টগ্রাম জোনাল অফিসে অর্থ ও হিসাব বিভাগের ইন-চার্জ হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৯ সালে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং কোম্পানি সেক্রেটারি হিসেবে পদোন্নতি পেয়ে তিনি ঢাকায় প্রধান কার্যালয়ে যোগ দেন।
জনাব চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি সাউদার্ন ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে মার্কেটিংয়ে এমবিএ ডিগ্রি অর্জন করেন। তাঁর নেতৃত্বে বিজিআইসি বিভিন্ন সেবামূলক ও প্রশাসনিক খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।
বীমা পেশার পাশাপাশি আহমেদ সাইফুদ্দীন চৌধুরী সমাজসেবায়ও সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। তিনি চট্টগ্রাম ক্লাব, চট্টগ্রাম মেট্রোপলিটন শুটিং ক্লাব, ময়নামতি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের আজীবন সদস্য। পাশাপাশি তিনি চিটাগাং ডায়াবেটিক অ্যাসোসিয়েশন, জালালাবাদ অ্যাসোসিয়েশন, চিটাগাং লায়ন্স ফাউন্ডেশন, চট্টগ্রাম কলেজ প্রাক্তন ছাত্র সংসদ ও বিশ্ববিদ্যালয়ের একাধিক প্রাক্তন ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত।
এছাড়াও তিনি লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৪, বাংলাদেশ-এর একজন চার্টার্ড সদস্য। শিক্ষা ও মানবসেবামূলক প্রতিষ্ঠান যেমন স্কুল, কলেজ, মাদ্রাসা ও এতিমখানার পৃষ্ঠপোষক ও দাতা সদস্য হিসেবেও সমাজে ভূমিকা রেখে চলেছেন।
Posted ১১:৪১ অপরাহ্ণ | রবিবার, ০৩ আগস্ট ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity