
| সোমবার, ০৪ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 709 বার পঠিত
দেশের সকল ব্যাংক কর্মকর্তাদের ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় অংশগ্রহণ নিশ্চিত করতে সব ব্যাংককে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
রোববার (৪ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও ব্যাংক পরিদর্শন বিভাগ থেকে এ সংক্রান্ত একটি চিঠি ব্যাংকগুলোতে পাঠানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উদ্যাপন উপলক্ষে বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থার অংশগ্রহণে আগামী ৫ আগস্ট নভোথিয়েটার, বিজয় সরণি, তেজগাঁও এলাকায় দুপুর ১টার দিকে শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এতে ব্যাংকগুলোর পক্ষ থেকেও ‘তারুণ্যের উৎসব ২০২৫’ ব্যানারে অংশগ্রহণ একান্তভাবে প্রত্যাশিত।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার পর অধিকাংশ ব্যাংক ব্যানার প্রস্তুত করেছে এবং ঢাকার প্রধান কার্যালয়সহ বিভিন্ন শাখার কর্মকর্তাদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছে।
এই কর্মসূচির মাধ্যমে তারুণ্যের শক্তিকে উদ্যাপন ও উৎসাহিত করার পাশাপাশি বিভিন্ন খাতের সরকারি অংশগ্রহণে সমন্বিত অংশীদারিত্বও তুলে ধরা হবে।
Posted ২:৫২ অপরাহ্ণ | সোমবার, ০৪ আগস্ট ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity