
| বুধবার, ২৭ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 573 বার পঠিত
বীমা আইন ২০১০-এর খসড়া সংশোধনী চূড়ান্ত করতে আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত মতামত গ্রহণ করবে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। মঙ্গলবার (২৬ আগস্ট) বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনকে এ বিষয়ে চিঠি পাঠিয়েছে সংস্থাটি।
চিঠিতে বলা হয়েছে, গত ১১ আগস্ট অ্যাসোসিয়েশন থেকে প্রাপ্ত চিঠির প্রেক্ষিতে সংশোধনী খসড়া বিষয়ে মতামত প্রদানের সময়সীমা বাড়ানো হয়েছে। তবে পরবর্তীতে আর সময় বৃদ্ধি করা হবে না। চিঠিতে কর্তৃপক্ষের পরিচালক মোহা. আব্দুল মজিদ স্বাক্ষর করেছেন।
আইডিআরএ জানায়, বীমা খাতের উন্নয়ন, গ্রাহকদের স্বার্থ সংরক্ষণ এবং অন্যান্য আইনের সঙ্গে সাংঘর্ষিক বিষয় সমাধানের লক্ষ্যে বীমা আইন ২০১০ সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য স্টেকহোল্ডারদের প্রস্তাবনা, বিভিন্ন সময়ে পাওয়া মতামত এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা বিবেচনায় খসড়া তৈরি করা হয়েছে।
মতামত পাঠাতে হবে নির্ধারিত ই-মেইল (officerlaw@idra.org.bd) ঠিকানায় সফটকপি (মাইক্রোসফট ওয়ার্ডে নিকস ফন্টে) আকারে এবং পাশাপাশি হার্ডকপি (পিডিএফ) জমা দিতে হবে। তবে ই-মেইল ছাড়া কেবল হার্ডকপি গ্রহণযোগ্য হবে না বলে জানিয়েছে আইডিআরএ।
Posted ৭:২০ পূর্বাহ্ণ | বুধবার, ২৭ আগস্ট ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity