
| মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 1083 বার পঠিত
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানিগুলোর জন্য “বীমাকারীর রাজস্ব হিসাব, লাভ-ক্ষতি হিসাব ও স্থিতিপত্র প্রবিধানমালা, ২০২৫” জারি করেছে।
নতুন প্রবিধানমালা অনুযায়ী, কোম্পানিগুলোকে তাদের রাজস্ব হিসাব, লাভ-ক্ষতি হিসাব ও স্থিতিপত্র প্রস্তুতের সময় ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি) কর্তৃক প্রণীত ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস মানতে হবে।
প্রবিধানমালার ৩ নম্বর ধারাতে বলা হয়েছে, লাভ-ক্ষতি ও রাজস্ব হিসাব, স্থিতিপত্র এবং শেয়ার গ্রহীতা ও পলিসি হোল্ডারদের তহবিল সংরক্ষণ হিসাব সকলই এফআরসি’র নির্ধারিত মানদণ্ড অনুযায়ী করা বাধ্যতামূলক।
এছাড়া, ৪ নম্বর ধারাতে ইসলামী বীমার জন্য আলাদা নির্দেশনা দেওয়া হয়েছে। যারা একইসাথে প্রচলিত ও ইসলামী বীমা পরিচালনা করবে, তাদেরকে পৃথক হিসাব রাখতে হবে।
প্রবিধানমালার সরকারি গেজেট ৬ আগস্ট ২০২৫ প্রকাশিত হয় এবং পরে ২৮ আগস্ট ২০২৫ আইডিআরএ ওয়েবসাইটে আপলোড করা হয়েছে।
Posted ১:৫৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity