
| সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 415 বার পঠিত
বীমা দাবির বিরোধ নিষ্পত্তিতে আবেদন ফি কমিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। নতুন সার্কুলার অনুযায়ী লাইফ ও নন-লাইফ দুই খাতের জন্যই সর্বনিম্ন ও সর্বোচ্চ ফি নির্ধারণ করে দেওয়া হয়েছে। ফলে আগে যেখানে কয়েক লাখ টাকা ফি দিতে হতো, এখন সেই খরচ নেমে এসেছে তুলনামূলক স্বল্প পর্যায়ে।
রোববার (৭ সেপ্টেম্বর) জিএডি সার্কুলার নং-২০/২০২৫ জারি করে আইডিআরএ জানায়, বিরোধীয় দাবির পরিমাণভেদে ধাপে ধাপে ফি আদায় করা হবে। নতুন কাঠামোয় লাইফ ইন্স্যুরেন্সে সর্বোচ্চ ফি হবে ১ লাখ টাকা এবং সর্বনিম্ন ১০ হাজার টাকা। আর নন-লাইফ ইন্স্যুরেন্সে সর্বোচ্চ ফি ধরা হয়েছে ৩ লাখ টাকা ও সর্বনিম্ন ৩০ হাজার টাকা।
এর আগে ২০১২ সালের প্রবিধান অনুযায়ী লাইফ বীমায় ৩ কোটি ৬০ লাখ টাকার দাবির বিপরীতে ২ শতাংশ হারে প্রায় ৭ লাখ ২০ হাজার টাকা ফি দিতে হতো। নন-লাইফে ৯ কোটি ৫০ লাখ টাকার দাবির বিপরীতে দিতে হতো প্রায় ১৯ লাখ টাকা। নতুন সার্কুলারে সেই হার বহুলাংশে কমে এসেছে।
সার্কুলারে আরও বলা হয়, লাইফ বীমার ক্ষেত্রে প্রথম ১০ লাখ টাকায় ০.৮%, পরবর্তী ৫০ লাখে ০.৪%, পরবর্তী ১ কোটিতে ০.২%, পরবর্তী ২ কোটিতে ০.০৮% এবং অবশিষ্ট অংশে ০.০১% হারে ফি দিতে হবে। তবে নির্ধারিত ফি ১০ হাজার টাকার কম বা ১ লাখ টাকার বেশি হবে না।
অপরদিকে, নন-লাইফ বীমার ক্ষেত্রে প্রথম ৫০ লাখ টাকায় ০.৮%, পরবর্তী ১ কোটিতে ০.৪%, পরবর্তী ৩ কোটিতে ০.২%, পরবর্তী ৫ কোটিতে ০.০৮% এবং অবশিষ্ট অংশে ০.০১% হারে ফি দিতে হবে। তবে ফি ৩০ হাজার টাকার কম বা ৩ লাখ টাকার বেশি হবে না।
আইডিআরএ’র পরিচালক (আইন) মোহা. আব্দুল মজিদ স্বাক্ষরিত এই সার্কুলারে বলা হয়েছে, ২০১২ সালের প্রবিধান অনুযায়ী ২ শতাংশ পর্যন্ত ফি নেওয়ার সুযোগ থাকলেও সুনির্দিষ্ট হার নির্ধারণ ছিল না। নতুন নীতিতে তা স্পষ্টভাবে নির্ধারণ করা হলো।
Posted ২:২৩ অপরাহ্ণ | সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity