
| মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 549 বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্য দিয়ে চেয়ারম্যানের পাশাপাশি স্বতন্ত্র পরিচালক নিয়োগ সম্পন্ন হলো।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ (সংশোধিত) অনুযায়ী গত ১৯ আগস্ট বাংলাদেশ ব্যাংকের আদেশে প্রিমিয়ার ব্যাংকের আগের বোর্ড বিলুপ্ত করা হয়। এরপর নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়।
প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন ড. আরিফুর রহমান। এ ছাড়া স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. ফোরকান হোসাইন, সৈয়দ ফরিদুল ইসলাম, মো. সাজ্জাদ হোসাইন, অধ্যাপক শেখ মোর্শেদ জাহান, এম নুরুল আলম ও মোহাম্মদ আবু জাফর।
গত ২১ আগস্ট অনুষ্ঠিত ৩১৪তম পরিচালনা পর্ষদের সভায় ড. আরিফুর রহমান সর্বসম্মতিক্রমে বোর্ড চেয়ারম্যান নির্বাচিত হন।
Posted ১:০৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity