শুক্রবার ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

নন-লাইফ ইন্স্যুরেন্সে ব্যয় নিয়ন্ত্রণে আসছে নতুন বিধি: মতামত চাইল আইডিআরএ

  |   রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   612 বার পঠিত

নন-লাইফ ইন্স্যুরেন্সে ব্যয় নিয়ন্ত্রণে আসছে নতুন বিধি: মতামত চাইল আইডিআরএ

বীমা খাতে স্বচ্ছতা ও গ্রাহক আস্থা অটুট রাখতে নন-লাইফ ইন্স্যুরেন্স ব্যবসায় ব্যয় নিয়ন্ত্রণে উদ্যোগ নিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এ লক্ষ্যে ‘নন-লাইফ ইন্স্যুরেন্স ব্যবসায় ব্যবস্থাপনা ব্যয়ের সর্বোচ্চ সীমা নির্ধারণী বিধিমালা, ২০১৮-এর সংশোধনী প্রস্তাব প্রকাশ করেছে সংস্থাটি।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) আইডিআরএর ওয়েবসাইটে প্রকাশিত খসড়া প্রজ্ঞাপন নিয়ে আগামী ১৫ দিনের মধ্যে অংশীজন, বিশেষজ্ঞ এবং সাধারণ জনগণের সুচিন্তিত মতামত আহ্বান করা হয়েছে।

আইডিআরএ জানিয়েছে, বিদ্যমান বিধিমালা অনুসরণ না করে নন-লাইফ বীমাকারীরা অতিরিক্ত ব্যবস্থাপনা ব্যয় করছে। এর ফলে বীমা কোম্পানির আর্থিক সক্ষমতা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সময়মতো দাবি পরিশোধে ঝুঁকি তৈরি হচ্ছে, যা পুরো বীমা শিল্পের জন্য ক্ষতিকারক।

গ্রাহকদের আস্থা বজায় রাখা ও দাবি নিষ্পত্তির সক্ষমতা নিশ্চিত করতে ব্যবস্থাপনা ব্যয় সংকোচন জরুরি। এই লক্ষ্যে বিধিমালার সংশোধনী খসড়া প্রস্তুত করা হয়েছে।

সংশোধনী প্রস্তাবের ওপর মতামত পাঠাতে হবে (মাইক্রোসফট ওয়ার্ডে, নিকষ ফন্টে) এবং হার্ডকপি (পিডিএফ আকারে) আইডিআরএ‘র নির্ধারিত ই-মেইল (officerlaw@idra.org.bd, mourynoshin@gmail.com) এর মাধ্যমে। উল্লেখিত ই-মেইল ব্যতীত সরাসরি হার্ডকপি গ্রহণযোগ্য হবে না।

চিঠিতে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে মতামত না পাওয়া গেলে ধরে নেওয়া হবে এ বিষয়ে কারো কোনো আপত্তি বা মন্তব্য নেই। এরপর কর্তৃপক্ষ প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবে।

 

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
advertisement

Posted ১:৫৭ অপরাহ্ণ | রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com