
| রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 150 বার পঠিত
বাংলার লোকসংগীতকে বিশ্ব দরবারে তুলে ধরার পথিকৃৎ, বরেণ্য শিল্পী ফরিদা পারভীন আর নেই। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টা ১৫ মিনিটে ঢাকায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। রেখে গেছেন চার সন্তান ও অসংখ্য ভক্ত-অনুরাগী।
তার ছেলে ইমাম জাফর নোমানী ফেসবুক পোস্টে মায়ের মৃত্যুসংবাদ নিশ্চিত করে লিখেছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন আম্মার সব ভুল-ত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন।
ফরিদা পারভীন দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন। নিয়মিত ডায়ালাইসিস করতে হতো তাকে। গত ২ সেপ্টেম্বর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়মিত ডায়ালাইসিসের সময় তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে চিকিৎসকদের পরামর্শে ভর্তি করা হয় আইসিইউতে।
অবস্থা আরও সংকটাপন্ন হয়ে উঠলে বুধবার তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন এই বরেণ্য শিল্পী।
লালনকন্যা খ্যাত ফরিদা পারভীন লালন সঙ্গীতকে নতুন রূপে ও প্রাণবন্ত উপস্থাপনার মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন দেশ-বিদেশে। তার কণ্ঠে লালনের গান হয়ে উঠেছিল এক অনন্য সম্পদ।
সংগীতবোদ্ধাদের মতে, ফরিদা পারভীনের মৃত্যু কেবল একজন শিল্পীর প্রস্থান নয়, বরং বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি*। তিনি ছিলেন লোকসংগীতের এক জীবন্ত ধারা, যিনি গানকে করেছেন মানুষের আত্মার ভাষা।
Posted ১২:০৭ অপরাহ্ণ | রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity