
| সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 242 বার পঠিত
আগামী ৫ অক্টোবর থেকে রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) ব্যবস্থায় গ্রাহক ও আন্তঃব্যাংক লেনদেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। নতুন এ নির্দেশনা অনুযায়ী এখন থেকে প্রতিদিন (সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ছাড়া) গ্রাহকরা সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত আরটিজিএস সেবার আওতায় লেনদেন সম্পন্ন করতে পারবেন।
রোববার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে জারি করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন সময়সূচি অনুযায়ী— বাংলাদেশি টাকায় গ্রাহক লেনদেন : সকাল ১০টা–বিকেল ৫টা। বৈদেশিক মুদ্রায় গ্রাহক লেনদেন : সকাল ১০টা–বিকেল ৪টা। আন্তঃব্যাংক ফান্ড ট্রান্সফার ও রিটার্ন (বাংলাদেশি টাকা) : সকাল ১০টা–বিকেল ৫টা ১৫ মিনিট। আন্তঃব্যাংক ফান্ড ট্রান্সফার ও রিটার্ন (বৈদেশিক মুদ্রা) : সকাল ১০টা–বিকেল ৪টা ৩০ মিনিট।
এ ছাড়া বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত গ্রাহক লেনদেন শুধুমাত্র অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সম্পন্ন হবে।
আরটিজিএস সেবার মাধ্যমে এক ব্যাংকের গ্রাহক সহজেই অন্য ব্যাংক বা শাখায় অর্থ স্থানান্তর করতে পারেন, একই সঙ্গে স্বয়ংক্রিয় চেক নিষ্পত্তিও হয় এ ব্যবস্থায়।
Posted ১২:৫৩ অপরাহ্ণ | সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity