শুক্রবার ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

আইডিআরএ কর্মকর্তাদের নাম ভাঙিয়ে অর্থ দাবি, কর্তৃপক্ষের কড়া সতর্কবার্তা

  |   মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   446 বার পঠিত

আইডিআরএ কর্মকর্তাদের নাম ভাঙিয়ে অর্থ দাবি, কর্তৃপক্ষের কড়া সতর্কবার্তা

বীমা খাতের কোম্পানি ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছে আইডিআরএ কর্মকর্তাদের নাম ভাঙিয়ে অর্থ দাবি করছে এক শ্রেণির অসাধু ব্যক্তি। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। সংস্থাটি স্পষ্ট জানিয়ে দিয়েছে—কোনো কর্মকর্তা বা কর্মচারী ব্যক্তিগতভাবে আর্থিক সুবিধা দাবি করতে পারেন না, আর এ ধরনের দাবি সম্পূর্ণ অবৈধ ও দণ্ডনীয় অপরাধ।

সোমবার (২৯ সেপ্টেম্বর) আইডিআরএর পরিচালক (প্রশাসন) আহম্মদ এহসান উল হান্নান স্বাক্ষরিত এক সতর্কবার্তায় জানানো হয়, সম্প্রতি বিভিন্ন বীমা কোম্পানি, সার্ভে প্রতিষ্ঠান ও অংশীজনদের নানা সুবিধা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে কিছু অসাধু মহল অর্থ দাবি করছে।

আইডিআরএ বলেছে, এ ধরনের অবৈধ দাবিতে কোনো অবস্থাতেই সাড়া দেওয়া যাবে না। বরং অবিলম্বে লিখিতভাবে এবং প্রমাণাদি (যদি থাকে) সংযুক্ত করে সংশ্লিষ্ট কর্মকর্তাকে জানাতে হবে।

সতর্কবার্তায় আরও উল্লেখ করা হয়, অভিযোগ প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

প্রতিদিনের অর্থনীতি/এসআর
Facebook Comments Box
advertisement

Posted ১:০২ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com