
| বুধবার, ০৮ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 375 বার পঠিত
‘সহজক্যাশ’ নামে কোনো প্রতিষ্ঠানকে আর্থিক লেনদেন বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) চালুর অনুমতি দেয়নি বাংলাদেশ ব্যাংক। তাই এ নামে কোনো প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেন, বিনিয়োগ বা চাকরির প্রতিশ্রুতি না দিতে নাগরিকদের সতর্ক করেছে কেন্দ্রীয় ব্যাংক।
মঙ্গলবার (৮ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক জানায়, সম্প্রতি বিভিন্ন জাতীয় পত্রিকায় ‘সহজক্যাশ লিমিটেড’ নামে একটি প্রতিষ্ঠানের চাকরির বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে। বিজ্ঞাপনে দাবি করা হয়, প্রতিষ্ঠানটি প্রাক-পরিচালন পর্যায়ে রয়েছে এবং শিগগিরই এমএফএস চালুর অনুমোদন পেতে যাচ্ছে।
তবে বাংলাদেশ ব্যাংক স্পষ্ট জানিয়েছে, ‘সহজক্যাশ লিমিটেড’ নামে কোনো প্রতিষ্ঠান থেকে এমএফএস চালুর আবেদন পাওয়া যায়নি, এমনকি বর্তমানে এ ধরনের কোনো আবেদন প্রক্রিয়াধীনও নেই।
কেন্দ্রীয় ব্যাংক আরও জানায়, দেশে আর্থিক লেনদেন পরিচালনার অনুমতি দেওয়ার একমাত্র সংস্থা বাংলাদেশ ব্যাংক। তাই ‘সহজক্যাশ’ নামের কোনো প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক লেনদেন, বিনিয়োগ বা চাকরির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে নাগরিকদের সতর্ক ও সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
Posted ২:০৬ অপরাহ্ণ | বুধবার, ০৮ অক্টোবর ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity