শুক্রবার ২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

বীমা কোম্পানির সিইওদের সঙ্গে বিআইএর বৈঠক সোমবার

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৩ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   177 বার পঠিত

বীমা কোম্পানির সিইওদের সঙ্গে বিআইএর বৈঠক সোমবার

লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে বৈঠক ডেকেছে বীমা মালিকদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)।

আগামী ১৮ মার্চ (সোমবার) সকাল ১১টায় বিআইএ’র কনফারেন্স রুমে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

সংগঠনটির সেক্রেটারি জেনারেল নিশীথ কুমার সরকার স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি মঙ্গলবার (১২ মার্চ) বেসরকারি খাতের বীমা কোম্পানিগুলোর মুখ্য নির্বাহীদের পাঠানো হয়েছে।

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের প্রস্তুত করা ৪টি বিধি, প্রবিধান ও গাইডলাইনের খসড়ার ওপর আলোচনা করা হবে বিআইএ’র এ বৈঠকে।

এ ছাড়াও সংগঠনের বিবিধ বিষয় নিয়ে বৈঠকে আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আলোচনার জন্য বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ থেকে প্রাপ্ত খসড়া বিধি-প্রবিধানগুলো হলো-

বীমা দাবি ব্যবস্থাপনা পদ্ধতি গাইডলাইন; রিস্ক বেইজড সুপারভিশন গাইডলাইন, ইসলামী বীমা বিধিমালা, ২০২৪; এবং বীমাকারী রাজস্ব, লাভ-ক্ষতির হিসাব ও স্থিতিপত্র প্রবিধানমালা, ২০২৪।

উল্লেখিত খসড়া বিধি-প্রবিধানগুলোর বিষয়ে সংশ্লিষ্ট লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানির মতামতসহ কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তাদের যথাসময়ে উপস্থিত থাকতে বলা হয়েছে বিআইএ’র চিঠিতে।

Facebook Comments Box
advertisement

Posted ১:১২ অপরাহ্ণ | বুধবার, ১৩ মার্চ ২০২৪

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com