
| বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪ | প্রিন্ট | 51 বার পঠিত
পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ন ব্যাংক পিএলসি এর ক্রেডিট রেটিং নির্ণয় করে প্রকাশ করা হয়েছে। কোম্পানিকে রেটিং দিয়েছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেডের রেটিংস অনুযায়ী, ব্যাংকটির দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘এএএ’। আর স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-১’।২০২৩ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য পরিমাণগত ও ণগত তথ্য প্রাসঙ্গিক তথ্যের ভিত্তিতে এ ক্রেডিট রেটিং নির্ণয় করা হয়েছে।
Posted ২:০১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity