
| রবিবার, ২৩ জুন ২০২৪ | প্রিন্ট | 46 বার পঠিত
মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ঢাকা সেনানিবাসের আর্মি গলফ ক্লাবের গলফ গার্ডেনে সরাসরি এবং হাইব্রিড পদ্ধতি ব্যবহার করে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন কোম্পানিত চেয়ারম্যান মুশফিক রহমান (এসডব্লিউ হোল্ডিংস লিমিটেড মনোনীত); ভাইস চেয়ারম্যান মনোয়ার-উজ-জামান (বারওয়াজ ইনভেস্টমেন্টস এলএলসি মনোনীত); জামোরেড ইনভেস্টমেন্টস এলএলসি মনোনীত পরিচালক সরদার সানিয়াত হোসেন; স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান অসীম চৌধুরী; স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান (এনআরসি) মোঃ ওমর-বিন-হারুন খান; প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু বকর সিদ্দিক; সহকারী ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান অর্থ কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন; এবং কোম্পানি সচিব সাইফুল কবির এসিএস।
সভায় পরিচালনা পর্ষদের সুপারিশ অনুযায়ী সমাপ্ত বছরের নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়। ২০২৪ সালের জন্য সংবিধিবদ্ধ নিরীক্ষক নিয়োগ/পুনঃনিয়োগ করা হয়েছে এবং তাদের পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে। পরিচালকরা অবসরপ্রাপ্ত পরিচালকদের পরিবর্তে নির্বাচিত/পুনঃনির্বাচিত হয়েছেন। একজন স্বতন্ত্র পরিচালক পুনঃনিয়োগ করা হয়েছে, একইসাথে তিনি অনুমোদিত হয়েছেন। বিএসইসির কর্পোরেট গভর্নেন্স কোড অনুযায়ী ২০২৪ সালের জন্য করপোরেট গভর্নেন্স অডিটর নিয়োগ/পুনঃনিয়োগ করা হয়েছে এবং তাদের পারিশ্রমিক নির্ধারণ করা হয়।
Posted ১১:১০ পূর্বাহ্ণ | রবিবার, ২৩ জুন ২০২৪
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity