শুক্রবার ২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

বীমা কোম্পানির প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তাদের নিয়ে ক্যামেলকো সম্মেলন অনুষ্ঠিত

  |   মঙ্গলবার, ০৯ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   116 বার পঠিত

বীমা কোম্পানির প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তাদের নিয়ে ক্যামেলকো সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) উদ্যোগে বীমা কোম্পানিগুলোর প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তাদের অংশগ্রহণে সম্প্রতি ঢাকায় ক্যামেলকো সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

চিফ এন্ট্রি-মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসারদের সংগঠন আইসিসিএবির ব্যবস্থাপনায় দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করেন বিএফআইইউর প্রধান কর্মকর্তা মো. মাসুদ বিশ্বাস।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইসিসিএবির প্রেসিডেন্ট ও ন্যাশনাল লাইফের সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ। বিএফআইইউর উপপ্রধান মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন আইডিআরএর সদস্য মো. দলিল উদ্দিন, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের সভাপতি বিএম ইউসুফ আলী। অনুষ্ঠানে ন্যাশনাল লাইফের সিইও মো. কাজিম উদ্দিনসহ বিভিন্ন লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তাবৃন্দ এবং ক্যামেলকো কর্মকর্তারা অংশগ্রহন করেন।

সম্মেলনে বিএফআইইউ প্রধান মাসুদ বিশ্বাস বলেন, মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত জিরো টলারেন্স বাস্তবায়নে বীমা খাতকে কর্পোরেট সুশাসন পরিপালনের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বীমা কোম্পানির ক্যামেলকোরা সন্দেহজনক লেনদেন বিএফআইইউকে রিপোর্ট করতে পারে, এ ক্ষেত্রে তাদের সচেতন হতে হবে। মাসুদ বিশ্বাস আরো বলেন, মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ করা হলে দেশের অর্থনীতি আরো শক্তিশালী হবে এবং এগিয়ে যাবে। এ কাজে বাংলাদেশ ফাইন্যান্সসিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বীমা খাতকে সর্বাত্মক সহযোগিতা করবে।

আইসিসিএবির চেয়ারম্যান ও ন্যাশনাল লাইফের ডিএমডি অ্যান্ড সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ স্বাগত বক্তব্যে বলেন, বীমা কোম্পানির ক্যামেলকোদের পেশাগত মানোন্নয়ন ও দক্ষতা বৃদ্ধিতে আইক্যাবের উদ্যোগে উন্নত প্রশিক্ষণ ও নলেজ শেয়ারিং এর পদক্ষেপ গ্রহণ করা হবে। এর ফলে ক্যামেলকোগণ কর্পোরেট সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে বীমা শিল্পের উন্নয়নে ভূমিকা রাখতে পারবে।

সম্মেলনে মানিলন্ডারিং প্রতিরোধে তিনটি প্যানেল ডিসকাশন ও একটি ওপেন ডিসকাশন অনুষ্ঠিত হয়। এতে বীমা কোম্পানিগুলোর ক্যামেলকোগণ, বিএফআইইউ ও বীমা শিল্পের বিজ্ঞ ব্যক্তিত্বরা আলোচনায় অংশ নেন।

Facebook Comments Box
advertisement

Posted ১:১৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৯ জুলাই ২০২৪

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

July 2024
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com