
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০৯ জুলাই ২০২৪ | প্রিন্ট | 176 বার পঠিত
স্বল্প সময়ে অগ্নি বীমা দাবির চেক হস্তান্তর করেছে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি (বিজিআইসি) পিএলসি। গত ৩১ শে জানুয়ারি ২০২৩ তারিখে বিজিআইসি’র বীমা গ্রহীতা ভিআইপি ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মোংলা ইপিজেড, খুলনায় ভিআইপি-১ এর ব্যাগ কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড সংঘটিত হয়। এরই প্রেক্ষিতে বীমা গ্রহীতা ভিআইপি ইন্ডাস্ট্রিজ নিজেদের ক্ষতি পুষিয়ে নেয়ার জন্য ২৫ শে ফেব্রুয়ারি ২০২৪ তারিখে অন একাউন্ট অগ্রিম প্রদানের জন্য বিজিআইসি’র নিকট আবেদন করে।
বিজিআইসি স্বল্পতম সময়ের মধ্যে বিদেশি পুন:বীমাকারীর নিকট থেকে পাঁচ কোটি টাকা প্রাপ্ত হয়। পুন:বীমাকারী প্রতিষ্ঠানের নিকট থেকে বীমা দাবির টাকা পেয়ে গতকাল সোমবার (৮ জুলাই) বিজিআইসি’র প্রধান কার্যালয়ে বীমা গ্রহীতা ভিআইপি ইন্ডাস্ট্রিজকে আংশিক বীমা দাবির চেক হস্তান্তর করে।
চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিআইসি’র চেয়ারম্যান তওহিদ সামাদ এবং ভিআইপি’র মুখ্য নির্বাহী কর্মকর্তা অঞ্জন মোহন্তী । এছাড়াও বিজিআইসি’র মুখ্য নির্বাহী কর্মকর্তা আহমেদ সাইফুদ্দীন চৌধুরীসহ বিজিআইসি ও ভিআইপি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Posted ৫:০৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৯ জুলাই ২০২৪
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity