
| সোমবার, ১৫ জুলাই ২০২৪ | প্রিন্ট | 82 বার পঠিত
মাদকদ্রব্যের অপব্যবহার প্রতিরোধে মাদক বিরোধী কার্যক্রমে দেশব্যাপী সক্রিয় ভূমিকা রাখা এবং আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস ২০২৪ উপলক্ষে মানববন্ধন ও র্যালিতে সফল কর্মসূচির জন্য পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডকে প্রথম পুরস্কারে ভূষিত করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৪ উপলক্ষে সম্প্রতি আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, এমপি। সভায় বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি বেনজির আহমদ,এমপি; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব মো. মশিউর রহমান এনডিসি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমান এনডিসি।
Posted ২:১২ অপরাহ্ণ | সোমবার, ১৫ জুলাই ২০২৪
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity