
| বুধবার, ৩১ জুলাই ২০২৪ | প্রিন্ট | 70 বার পঠিত
নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১৭৫তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়।গত মঙ্গলবার (৩০ জুলাই) ভার্চুয়াল মাধ্যমে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) ভাইস-প্রেসিডেন্ট এ কে এম মনিরুল হক।
সভায় আরও উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস-চেয়ারম্যান জোবায়ের হুমায়ুন খন্দকার। পরিচালক মিসেস নাঈমা হক, মাহমুদুল হক শামীম, মিসেস নাজমে আরা হোসেন, মো. মুরাদ হোসেন রিপন, স্বতন্ত্র পরিচালক মো. মামুনুর রশীদ এফসিএমএ ও মো. সোহরাব আলী খান এফসএিমএ, মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম মাহবুবুল করিম, প্রধান আর্থিক কর্মকর্তা মো. আলতাফ হোসেন এবং প্রধান অভ্যন্তরীন নিরীক্ষা ও কমপ্লায়েন্স মো. লিয়াকত হোসেন এফসিএমএ।
সভা পরিচালনা করেন কোম্পানি সচিব মো. মিজানুর রহমান এফসিএস। কোম্পানির অর্ধ-বার্ষিক বছরের হিসাব পেশ করা হয় এবং তা সর্বসম্মতিক্রমে বোর্ড সভায় অনুমোদিত হয়।
Posted ২:৩০ অপরাহ্ণ | বুধবার, ৩১ জুলাই ২০২৪
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity