
| মঙ্গলবার, ২৭ আগস্ট ২০২৪ | প্রিন্ট | 147 বার পঠিত
এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে কে এম সাইদুর রহমানকে নিয়োগ দেয়া হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানির পরিচালনা পর্ষদের সুপারিশের ভিত্তিতে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ সংস্থার (আইডিআরএ) অনুমোদন অনুসারে তাকে নিয়োগ দেয়া হয়। তিনি গত ১৪ আগস্ট থেকে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
জনাব সাইদুর রহমান দীর্ঘদিন ধরে এক্সপ্রেস ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। পরবর্তীতে তিনি প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের উপদেষ্টার দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সে মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন।
কে এম সাইদুর রহমান স্নাতকোত্তর (এমবিএ) ডিগ্রি অর্জনের পাশাপাশি দি ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) এর একজন যোগ্য চার্টার্ড সেক্রেটারি এবং একজন ফেলো সদস্য (এফসিএস)। এছাড়া তিনি আইসিএসবি’র একজন ফ্যাকাল্টি মেম্বার। তিনি বিভিন্ন ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটের লেকচারার হিসেবে কাজ করেন।
জনাব, সাইদুর রহমান ইন্স্যুরেন্স সম্পর্কিত বিভিন্ন সভা, সেমিনার, সিম্পোজিয়াম ও ওয়ার্কশপে অংশ গ্রহণ করেন। বীমা খাতের অভিজ্ঞ এ ব্যক্তিত্ব ঝুঁকি ব্যবস্থাপনা, বীমা এবং স্থানীয় বীমা বাজারে বিশ্বায়নের প্রভাব, অ্যান্টি-মানি লন্ডারিং ইত্যাদি বিষয়ে অনেক জাতীয় ও আন্তর্জাতিক সেমিনারে অংশ গ্রহণ করেন।
Posted ২:০৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৭ আগস্ট ২০২৪
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity