
| সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট | 85 বার পঠিত
প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পরিষদে নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আলহাজ্ব মো. মফিজুর রহমান এবং ভাইস-চেয়ারম্যান হিসেবে রয়েছেন মারুফ সাত্তার আলী।
বুধবার (২৫ সেপ্টেম্বর) পরিচালনা পরিষদের ১৩৭তম বার্ষিক সাধারণ সভায় তাদের নির্বাচিত করা হয়। প্রভাতী ইন্স্যুরেন্সের পরিচালক পরিষদের চেয়ারম্যান মো. মমিন আলীর সভাপতিত্বে ডিজিটাল প্লাটফর্মে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ২০২৩ সালের সমাপ্ত অর্থবছরের পরিচালক পরিষদের প্রতিবেদন, নিরীক্ষকের প্রতিবেদন ও নিরীক্ষিত হিসাব সবার সম্মতিতে অনুমোদিত হয়। এ সময় কোম্পানির ব্যবসায়িক সাফল্যে সন্তোষ প্রকাশ করে ২০২৩ সালে বিনিয়োগকারীদের জন্য ১২ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।
সভায় অনলাইনে যুক্ত ছিলেন কোম্পানির পরিচালক শাহজাহান কবির, প্রদীপ কুমার দাস, প্রফেসর ডক্টর মো. সাইয়েদুজ্জামান, হাবিবুর রহমান, মুখ্য নিবার্হী কর্মকর্তা মো. জাহেদুল ইসলাম, কোম্পানি সচিব মোহাম্মদ মোতাহের হোসেন ও প্রধান অর্থকর্মকর্তা মোহাম্মদ সিরাজুল ইসলামসহ শেয়ার হোল্ডাররা।
Posted ৪:৪৪ অপরাহ্ণ | সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity