
| বুধবার, ০৬ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | 95 বার পঠিত
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চার সদস্য পদত্যাগ করতে যাচ্ছেন। বিগত সরকারের সময়ে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সকল নিয়োগ বাতিলের সরকারি নির্দেশনা অনুসারে তারা পদত্যাগ করছেন। আগামীকাল ৭ নভেম্বর পদত্যাগ পত্র জমা দেয়ার কথা রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের এই চার সদস্য হলেন, বিশ্বজিৎ ভট্টাচার্য্য খোকন (প্রশাসন), মো. দলিল উদ্দিন (আইন), মো. নজরুল ইসলাম (নন-লাইফ) এবং কামরুল হাসান (লাইফ)। আগামীকাল বৃহস্পতিবার (৭ নভেম্বর) তাদের পদত্যাগ পত্র দাখিল করবেন।
২০২৪ সালের ৩১ জানুয়ারি অবসরোত্তর ছুটি ভোগরত সরকারের অতিরিক্ত সচিব বিশ্বজিৎ ভট্টাচার্য খোকন এনডিসি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন) হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পান । যোগদানের তারিখ থেকে পরবর্তী ৩ বছরের জন্য তাকে এই পদে নিয়োগ দেয়া হয়।
সিনিয়র জেলা ও দায়রা জজ (পিআরএল ভোগরত) মো. দলিল উদ্দিনকে প্রথমবারের মতো আইডিআরএ’র সদস্য (আইন) হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয় ২০২০ সালের ১০ জুন। পরবর্তীতে ২০২৩ সালের ৩০ মে দ্বিতীয় দফায় তাকে আরো ৩ বছরের জন্য কর্তৃপক্ষের সদস্য হিসেবে নিয়োগ দেয়া হয়।
অপরদিকে আইডিআরএ’র সদস্য (লাইফ) পদে কামরুল হাসান এবং সদস্য (নন-লাইফ) পদে মো. নজরুল ইসলামকে ৩ বছরের জন্য নিয়োগ দেয়া হয় ২০২২ সালের ২৩ জুন। কামরুল হাসান বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য (লাইফ) পদে যোগদান করেন ২০২২ সালের ২৭ জুন এবং মো. নজরুল ইসলাম কর্তৃপক্ষের সদস্য (নন-লাইফ) পদে যোগদান করেন ২০২২ সালের ২৯ জুন।
Posted ৭:৪১ অপরাহ্ণ | বুধবার, ০৬ নভেম্বর ২০২৪
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity