
| মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট | 107 বার পঠিত
বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাকাডেমির বোর্ড অব গভর্নরস এর নতুন সদস্য হলেন প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বিআইএ’র নির্বাহী সদস্য মো. জালালুল আজিম এবং গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বিআইএ’র নির্বাহী সদস্য ফারজানা চৌধুরী।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে সম্প্রতি তাদের নিয়োগ প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) বীমা মালিকদের সংগঠন বিআইএ’র পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরো উল্লেখ্য করা হয়েছে, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাকাডেমির বোর্ড অব গভর্নরস এর সদস্য হিসেবে ইতোপূর্বে নিয়োগকৃত বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নাসির উদ্দিন আহমেদকে বহাল রাখা হয়েছে।
Posted ৭:৩৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity