
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 101 বার পঠিত
ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের একক বীমার ফেনী অঞ্চলের উন্নয়ন কর্মীদের নিয়ে উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) ফেনী শহরের সিজলার চাইনিজ রেস্টুরেন্টে এই সভা আয়োজিত হয়।
উন্নয়ন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার সাধু এফসিএমএ। তিনি ২০২৫ সালের লক্ষ্যমাত্রা অর্জনে সকলকে উদ্বুদ্ধ করার পাশাপাশি দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যালয়ের ইভিপি (উন্নয়ন প্রশাসন) মো. ফরহাদ জলিল ও সিনিয়র ম্যানেজার মো. আক্তার হোসেন (উন্নয়ন), ডিভিপি (ইনচার্জ) মো. গিয়াস উদ্দিন, এভিপি নূর নবী ও এভিপি নিয়াজুর রহমান।
এছাড়াও উন্নয়ন সভায় ফেনী অঞ্চলের ইউনিট ম্যানেজার থেকে তদুর্ধ্ব উন্নয়ন কর্মী ও কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন। -বিজ্ঞপ্তি
Posted ৮:০৪ অপরাহ্ণ | বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity