শুক্রবার ২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

রূপালী লাইফের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  |   সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   87 বার পঠিত

রূপালী লাইফের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কেক কেটে রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয় । রোববার (৯ ফেব্রুয়ারি) কোম্পানির প্রধান কার্যালয়ের মুস্তাফিজুর রহমান বোর্ড রুমে অনুষ্ঠানের মাধ্যমে এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কোম্পানির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ জামিল মতিন, পরিচালক মাহিম রহমান জীম ও মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. গোলাম কিবরিয়া। এছাড়াও কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তাগণ।

রূপালী লাইফ প্রতিষ্ঠালগ্ন থেকেই গ্রাহকের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। অগণিত গ্রাহকের আস্থা আর ভালোবাসায় কোম্পানি আজ বীমা জগতের একটি অনন্য নাম। কোম্পানি ইতিমধ্যে গ্রাহকদের প্রত্যাশা পূরণ ও সর্বোচ্চ সন্তুষ্টি অর্জনের জন্য প্রাণান্তকর প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

এছাড়াও গ্রাহকের প্রিমিয়াম প্রদান পদ্ধতি সহজীকরণ, মেয়াদোত্তীর্ণ দাবি, মরণোত্তর দাবি ও সারভাইভ্যাল বেনিফিটসহ যাবতীয় কার্যক্রম দ্রুততম সময়ের মধ্যে সম্পাদন করে আসছে। গ্রাহকের সেবার মান ও সন্তুষ্টি অর্জনে রূপালী লাইফ সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ।

গ্রাহক সেবা প্রদানের লক্ষ্যে কোম্পানি কেন্দ্রীয় কার্যালয়ে গ্রাহক ডেস্ক খুলে গ্রাহকের চাহিদা অনুযায়ী সেবা প্রদানের সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। বর্তমানে রূপালী লাইফ গ্রাহক সেবা প্রদানে যাবতীয় কার্যক্রম অত্যাধুনিক পদ্ধতি অবলম্বন করছে।

লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি গুলোর মধ্যে এই পদ্ধতিটি সর্ব প্রথম রূপালী লাইফ চালু করেছে। ঢাকা ব্যাংক, সোসাল ইসলামি ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, ওয়ান ব্যাংক এবং মার্কেন্টাইল ব্যাংক এ প্রক্রিয়ার অংশীদার হিসাবে কাজ করছে।

এছাড়াও কোম্পানির গ্রাহকগণের প্রিমিয়াম প্রদানের ক্ষেত্রে সহজ ও আধুনিকায়নের জন্য মোবাইল ফাইন্যানসিয়াল সার্ভিস যথাক্রমে বিকাশ, নগদ, রকেট এবং ট্যাপের মাধ্যমে প্রিমিয়াম গ্রহণ করা হয়। ভবিষ্যতে নতুন নতুন পদ্ধতির মাধ্যমে গ্রাহক সেবার মান উন্নয়ন ও পরিধির বিস্তৃতি ঘটানো হচ্ছে।-বিজ্ঞপ্তি

Facebook Comments Box
advertisement

Posted ১২:২০ অপরাহ্ণ | সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com