
| শনিবার, ২২ মার্চ ২০২৫ | প্রিন্ট | 193 বার পঠিত
রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে ড. এ কে এম সারোয়ার জাহান জামীলের নিয়োগ নবায়ন অনুমোদন করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। আগামী ৩ বছরের জন্য তার এই নিয়োগ অনুমোদন করে ১৭ মার্চ চিঠি ইস্যু করেছে আইডিআরএ।
আইডিআরএ’র উপপরিচালক (নন-লাইফ) মো. সোলায়মান স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, ২২ ফেব্রুয়ারি ২০২৫ থেকে ২১ ফেব্রুয়ারি ২০২৮ পর্যন্ত তার এই নিয়োগ অনুমোদন করেছে কর্তৃপক্ষ।
ড. এ কে এম সারোয়ার জাহান জামিল ঢাকা বিশ্ববিদ্যালয় হতে হিসাববিজ্ঞান বিভাগ থেকে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। পাশাপাশি তিনি উত্তরা ইউনিভার্সিটি হতে এলএলবি ডিগ্রি এবং প্রাইম ইউনিভার্সিটি হতে এলএলএম ডিগ্রি সম্পন্ন করেন। এছাড়া তিনি যুক্তরাষ্টের ক্যালিফোর্নিয়া সাউদার্ন ইউনিভার্সিটি হতে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।
ড. জামিল ১৯৮৮ সালে কর্নফুলি ইন্স্যুরেন্সে ম্যানেজার হিসেবে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি মেঘনা ইন্স্যুরেন্সে বিভিন্ন পদে ধারাবাহিকভাবে পদোন্নতি লাভ করে ২০১৬ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমী থেকে ইন্স্যুরেন্স ডিপ্লোমা সম্পন্ন করার পাশাপাশি বিভিন্ন ট্রেনিং ও ওয়ার্কশপে অংশগ্রহণ করেন। কর্মজীবনে তিনি বিভিন্ন বিভাগে যেমন; ক্লেইম এন্ড রি-ইন্স্যুরেন্স, আন্ডাররাইটিং, ব্রাঞ্চ কন্ট্রোল ও কর্পোরেট কমপ্লায়েন্স, ব্যবসা উন্নয়ন এবং প্রশাসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করার অভিজ্ঞতা অর্জন করেছেন।
ড. জামিল বীমাখাতের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্য পাশাপাশি চার্টার্ড ইন্স্যুরেন্স ইন্সটিটিউট (ইউকে) এর সদস্য এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমীর অ্যাসোসিয়েট এর দায়িত্ব পালন করে যাচ্ছেন। ড. জামিল সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ করে যাচ্ছেন।
Posted ৯:৩৬ অপরাহ্ণ | শনিবার, ২২ মার্চ ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity