
| সোমবার, ২৪ মার্চ ২০২৫ | প্রিন্ট | 90 বার পঠিত
মিডল্যান্ড ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আহসান খান চৌধুরী। তিনি প্রাণ–আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। গত ২০ মার্চ অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের ১৬৫তম সভায় এ সিদ্ধান্ত হয়।
আহসান খান মিডল্যান্ড ব্যাংকের অন্যতম উদ্যোক্তা পরিচালক এবং ব্যাংকের পরিচালনা পর্ষদের এক্সিকিউটিভ কমিটির সদস্য। এ ছাড়া তিনি ব্যাংকের পরিচালনা পর্ষদের রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।
জানা যায়, ২০১৩ সালে মিডল্যান্ড ব্যাংক প্রতিষ্ঠা হয়। শুরু থেকেই উদ্যোক্তাদের একজন ছিলেন আহসান খান চৌধুরী। তিনি যুক্তরাষ্ট্রের ওয়ার্টবার্গ কলেজে পড়াশোনা করেন এবং ১৯৯২ সালে পরিচালক হিসেবে প্রাণ–আরএফএল গ্রুপে যোগদান করেন।
Posted ১২:১৮ অপরাহ্ণ | সোমবার, ২৪ মার্চ ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity