
| শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ | প্রিন্ট | 55 বার পঠিত
শরীয়তপুর অঞ্চলে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের আয়োজনে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির সিইও, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য বি. এম. ইউসুফ আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইন্স্যুরেন্সের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি. এম. শওকত আলী।
এছাড়াও কোম্পানির বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মীবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বীমা দাবিদারদের মাঝে চেক হস্তান্তর করা হয় এবং কোম্পানির ব্যবসা সম্প্রসারণ ও গ্রাহকসেবার মান উন্নয়নে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।-বিজ্ঞপ্তি
Posted ৯:৪৭ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity