বৃহস্পতিবার ২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

যোগ্য মুখ্য নির্বাহীদের সংঘবদ্ধকরণের লক্ষ্যে আইডিআরএ’র নতুন উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৮ মে ২০২৫   |   প্রিন্ট   |   91 বার পঠিত

যোগ্য মুখ্য নির্বাহীদের সংঘবদ্ধকরণের লক্ষ্যে আইডিআরএ’র নতুন উদ্যোগ

বীমা খাতে যোগ্য নেতৃত্ব নিশ্চিত করতে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) বেসরকারি লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানিগুলোর জন্য মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) পদের প্রার্থীদের সংঘবদ্ধ করার লক্ষ্যে একটি পুল বা তালিকা গঠন করতে যাচ্ছে। এ লক্ষ্যে যোগ্য ও আগ্রহী ব্যক্তিদের ৪ জুনের মধ্যে আবেদন করতে বলা হয়েছে। শুক্রবার (১৬ মে) গণমাধ্যমে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

সিইও পুলভুক্ত করার জন্য প্রতি বছর জুলাই মাসে ও জানুয়ারি মাসে নির্ধারিত মানদন্ড অনুসারে বাছাই করা হবে বলেও জানিয়েছে আইডিআরএ। এ ছাড়াও পরবর্তিতে যেকোন সময়ে কর্তৃপক্ষের দপ্তরে এ সংক্রান্ত আবেদন জমা দেয়া যাবে।

তবে কেবলমাত্র পুলভূক্ত হওয়া মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ লাভের নিশ্চয়তা প্রদান করে না বলে উল্লেখ করেছে নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ। এ ছাড়াও কর্তৃপক্ষ যেকোন সময়ে আবেদন প্রক্রিয়া বাতিল এবং উপরোক্ত শর্তাদির সংযোজন, বিয়োজন ও পরিমার্জনের অধিকার সংরক্ষণ করে।

দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রকাশিত আইডিআরএ’র বিজ্ঞপ্তি

মুখ্য নির্বাহী নিয়োগের আবেদনে যেসব তথ্য ও নথিপত্র দিতে হবে-

প্রার্থীর জাতীয় পরিচয়পত্র এবং পাসপোর্টের সত্যায়িত ছায়ালিপি এবং ২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবিসহ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত;

মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ ও অপসারণ প্রবিধানমালা, ২০১২ এবং ২৪ ডিসেম্বর ২০২৩ তারিখে এ প্রবিধানমালার সংশোধনিতে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা ও কর্মঅভিজ্ঞতা সম্পন্ন আগ্রহী প্রার্থীদের ইউজিসি কর্তৃক অনুমোদিত বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত ক্যাম্পাসের অনুমোদিত প্রোগ্রাম থেকে অর্জিত সকল শিক্ষাগত যোগ্যতার সনদ ও মার্কশীট/একাডেমিক ট্রান্সক্রিপ্ট এর সত্যায়িত ছায়ালিপি;

যে শ্রেণীর বীমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা পদের জন্য আবেদিত অনুরূপ শ্রেণীর বীমা কোম্পানিতে উল্লেখিত প্রবিধানমালায় নির্ধারিত ১২ বছরের কর্ম অভিজ্ঞতার সকল প্রমাণকের সত্যায়িত ছায়ালিপি;

যে শ্রেণীর বীমা কোম্পানির সিইও পদের জন্য আবেদিত অনুরূপ শ্রেণীর বীমা কোম্পানিতে উল্লেখিত প্রবিধানমালায় নির্ধারিত মুখ্য নির্বাহী কর্মকর্তার অব্যবহিত নিম্নপদে ২ বছরের অভিজ্ঞতার প্রমাণকের সত্যায়িত ছায়ালিপি;

প্রার্থীর সর্বশেষ কর বছরের আয়কর রিটার্ণ দাখিলের সনদ/প্রাপ্তি স্বীকারপত্রের সত্যায়িত ছায়ালিপি; প্রার্থী কর্তৃক ঋণ খেলাপী নন-মর্মে হলফনামার কপি এবং প্রার্থী কর্তৃক বাংলাদেশ ব্যাংক এর নির্ধারিত এনকোয়ারি ফরম-এ এর পূরণকৃত মূলকপি।

 

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
advertisement

Posted ৫:৩৮ অপরাহ্ণ | রবিবার, ১৮ মে ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

May 2025
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com