
| শনিবার, ২৪ মে ২০২৫ | প্রিন্ট | 88 বার পঠিত
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) লাইফ বীমা খাতের ১৫টি কোম্পানির ২০২২, ২০২৩ ও ২০২৪ সালের ব্যাংক স্টেটমেন্ট এবং ক্লেইম পেমেন্ট স্টেটমেন্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। বৃহস্পতিবার (২২ মে) আইডিআরএ’র পরিচালক আহম্মদ এহসান উল হান্নানের স্বাক্ষরিত চিঠিতে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর মুখ্য নির্বাহী কর্মকর্তাদের কাছে এ তথ্য চাওয়া হয়।
কোম্পানিগুলো হলো- সানলাইফ, হোমল্যান্ড লাইফ, পদ্মা ইসলামী লাইফ, প্রগ্রেসিভ লাইফ, প্রোটেক্টিভ ইসলামী লাইফ, বেস্ট লাইফ, প্রাইম ইসলামী লাইফ, যমুনা লাইফ, ডায়মন্ড লাইফ, স্বদেশ ইসলামী লাইফ, সানফ্লাওয়ার লাইফ, ফারইস্ট ইসলামী লাইফ, গোল্ডেন লাইফ, বায়রা লাইফ ও এনআরবি ইসলামিক লাইফ।
চিঠিতে ২০২২, ২০২৩ ও ২০২৪ সালের ব্যাংক স্টেটমেন্ট এবং ক্লেইম পেমেন্ট স্টেটমেন্টের অনুলিপি আগামী সাত কার্যদিবসের মধ্যে আইডিআরএ’র দফতরে জমা দিতে বলা হয়।
Posted ১:১০ অপরাহ্ণ | শনিবার, ২৪ মে ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity