
| মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫ | প্রিন্ট | 475 বার পঠিত
সিটি ইন্স্যুরেন্স পিএলসি’র মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে মো শামিম হোসেনের পুনঃনিয়োগ প্রস্তাব অনুমোদন করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।
নিয়োগপত্রের শর্তাদি পরিপালন সাপেক্ষে ০২ জুলাই ২০২৫ থেকে ০১ জুলাই ২০২৮ তারিখ পর্যন্ত তিন বছরের জন্য তার এই নিয়োগ অনুমোদন করা হয়েছে।
গত ১ জুলাই কর্তৃপক্ষের পরিচালক (নন-লাইফ) সালেহীন তানভীর গাজী স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠিতে নিয়োগ অনুমোদনের কথা জানানো হয়।
মো. শামীম হোসেন ২০০৮ সালে সিটি ইন্স্যুরেন্সে মহাব্যবস্থাপক হিসেবে যোগ দেন। গত প্রায় দেড় দশকের বেশি সময় ধরে তিনি নিজেকে একজন দক্ষ, উদ্ভাবনী এবং অভিজ্ঞ পেশাদার ব্যক্তিত্ব হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। বিটুবি এবং বিটুসি সেলস কার্যক্রমে তার রয়েছে সমৃদ্ধ অভিজ্ঞতা। নতুন ব্যবসা সৃষ্টিতে তিনি একাধারে সাফল্য অর্জনের পাশাপাশি টার্গেটভিত্তিক চ্যালেঞ্জিং পরিবেশে সফলতার সঙ্গে কাজ করেছেন।
তিনি কোম্পানির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের পর ২০১৮ সালে মুখ্য নির্বাহী কর্ম কর্তকর্তা হিসেবে দায়িত্ব পান। এ দায়িত্বে থেকে তিনি প্রতিষ্ঠানের সব বিভাগ দক্ষতার সঙ্গে পরিচালনা করছেন।
বীমা খাতে তার রয়েছে প্রায় ২১ বছরের অভিজ্ঞতা। ব্যবস্থাপনা, নেতৃত্ব, যোগাযোগ, মার্কেটিং, প্রযুক্তি ও উদ্ভাবনী চিন্তাশক্তিতে তিনি সমান দক্ষ। দায়িত্ব পালনকালে তিনি দেশ-বিদেশে বীমা ও সংশ্লিষ্ট বিষয়ে বহু প্রশিক্ষণ, সেমিনার ও সিম্পোজিয়ামে অংশগ্রহণ করেছেন।
তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। এছাড়াও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এ পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা এবং ওরাকল সার্টিফিকেশন কোর্স সম্পন্ন করেছেন।
Posted ৭:০৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity