শুক্রবার ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

আইন সংশোধনে মতামতের জন্য বাড়তি সময় চেয়ে চিঠি দিল বিআইএ

  |   রবিবার, ১৩ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   478 বার পঠিত

আইন সংশোধনে মতামতের জন্য বাড়তি সময় চেয়ে চিঠি দিল বিআইএ

বীমা আইন, ২০১০-এর সংশোধিত খসড়া প্রস্তাবনার ওপর বিস্তারিত ও কার্যকর মতামত উপস্থাপন করতে আরও সময় চেয়েছে বীমা খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ)। এ লক্ষ্যে সংগঠনটি আইডিআরএ চেয়ারম্যানের কাছে এক চিঠির মাধ্যমে অতিরিক্ত তিন মাস সময় চেয়েছে, যা ৭ জুলাই পাঠানো হয়েছে।

সংগঠনের প্রেসিডেন্ট সাঈদ আহমেদ স্বাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করা হয়, সংশোধিত বীমা আইনের খসড়ার ওপর মতামত দেওয়ার জন্য নির্ধারিত সময় ছিল ৮ জুলাই পর্যন্ত। তবে মাত্র ১৫ কর্মদিবসের এই সময়সীমায় প্রস্তাবনাটি গভীরভাবে বিশ্লেষণ করা সম্ভব হয়নি। বিষয়টির গুরুত্ব বিবেচনায় আরও সময় প্রয়োজন।

চিঠিতে জানানো হয়, ইতোমধ্যে সংগঠনটি ৭টি ধারা পর্যালোচনা করে প্রাথমিক মতামত দিয়েছে। তবে খসড়াটি সম্পূর্ণভাবে বিশ্লেষণ করে সবদিক বিবেচনায় একটি পূর্ণাঙ্গ, যুক্তিসম্মত ও গঠনমূলক মতামত প্রস্তুত করতে অতিরিক্ত তিন মাস সময় প্রয়োজন।

বিআইএ মনে করে, বীমা খাতের টেকসই উন্নয়ন এবং গ্রাহকদের স্বার্থ রক্ষায় সংশোধিত আইনের ওপর সুচিন্তিত মতামত দেওয়ার যথাযথ সুযোগ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তিন মাস সময় বাড়ানোর বিষয়টি সদয় বিবেচনায় নেওয়ার আহ্বান জানানো হয়।

 

প্রতিদিনের অর্থনীতি/এসআর
Facebook Comments Box
advertisement

Posted ৯:৩২ অপরাহ্ণ | রবিবার, ১৩ জুলাই ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com