শুক্রবার ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

নতুন অর্থবছরে কৃষকদের জন্য রেকর্ড ৩৯ হাজার কোটি টাকার ঋণ বরাদ্দ

  |   মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   204 বার পঠিত

নতুন অর্থবছরে কৃষকদের জন্য রেকর্ড ৩৯ হাজার কোটি টাকার ঋণ বরাদ্দ

নতুন অর্থবছরে কৃষি খাতে ঋণ বিতরণের লক্ষ্য আরও বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। ২০২৫-২৬ অর্থবছরে কৃষকদের জন্য ৩৯ হাজার কোটি টাকা ঋণ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে, যা আগের বছরের তুলনায় ২ দশমিক ৬৩ শতাংশ বেশি। গত অর্থবছরে এই লক্ষ্য ছিল ৩৮ হাজার কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, কৃষি খাতের গুরুত্ব ও উৎপাদন বৃদ্ধির প্রয়োজনীয়তা বিবেচনায় এ খাতে পর্যাপ্ত অর্থায়নের মাধ্যমে জিডিপির প্রবৃদ্ধি বাড়ানো ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। মঙ্গলবার (১২ আগস্ট) রাজধানীতে কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ও কর্মসূচি ঘোষণা করেন গভর্নর ড. আহসান এইচ মনসুর। অনুষ্ঠানে কৃষি ঋণ বিভাগের কর্মকর্তাসহ বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীরা উপস্থিত ছিলেন।

নতুন লক্ষ্যমাত্রা অনুযায়ী, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকগুলোর জন্য ১৩ হাজার ৮৮০ কোটি টাকা এবং বেসরকারি ও বিদেশি ব্যাংকগুলোর জন্য ২৫ হাজার ১২০ কোটি টাকা ঋণ বিতরণের পরিকল্পনা করা হয়েছে। এর লক্ষ্য হলো কৃষি উৎপাদন বাড়ানো, কৃষকদের সহায়তা নিশ্চিত করা এবং খাদ্য নিরাপত্তা জোরদার করা।

নীতিমালায় কিছু নতুন নির্দেশনা যুক্ত হয়েছে—প্রাণিসম্পদ খাতে বরাদ্দ ২০ শতাংশে উন্নীত করা, সেচ ও কৃষিযন্ত্র খাতে বরাদ্দ ২ শতাংশ নির্ধারণ, ২ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণের সিআইবি সার্ভিস চার্জ মওকুফ, কন্ট্রাক্ট ফার্মিং ও এজেন্ট ব্যাংকিংয়ের আওতা বৃদ্ধি। পাশাপাশি খিরা, কচুর লতি, বিটরুট, কালোজিরা, আদা, রসুন, হলুদ, খেজুর গুড়সহ নতুন কিছু ফসল ঋণের আওতায় অন্তর্ভুক্ত হয়েছে। অঞ্চলভিত্তিক উৎপাদন সম্ভাবনা অনুযায়ী ঋণ বিতরণেরও নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক আশা করছে, সময়মতো পর্যাপ্ত অর্থের সরবরাহ গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করবে, কর্মসংস্থান ও আয় বৃদ্ধি করবে এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সহায়ক হবে। একইসঙ্গে দারিদ্র্য বিমোচন, প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন এবং সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখতেও এ নীতিমালা কার্যকর ভূমিকা রাখবে।

 

প্রতিদিনের অর্থনীতি/আরটি
Facebook Comments Box
advertisement

Posted ৬:২৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com