
| সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 639 বার পঠিত
বাংলাদেশে প্রথমবারের মতো বিনিয়োগকারীদের জন্য একক ডিজিটাল গেটওয়ে ‘বাংলা বিজ’ আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। দেশি ও বিদেশি বিনিয়োগকারীরা এখন থেকে একটি প্ল্যাটফর্ম থেকেই সব ধরনের বিনিয়োগ-সংক্রান্ত তথ্য ও সেবা গ্রহণ করতে পারবেন। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) যৌথ উদ্যোগে এ কেন্দ্রীয় ডিজিটাল পোর্টাল তৈরি করা হয়েছে।
রোববার (২৮ সেপ্টেম্বর) বিডার জনসংযোগ দপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিডা, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা), বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ এবং বিসিকের ওয়ান স্টপ সার্ভিস (OSS) পোর্টালসমূহকে সংযুক্ত করা হয়েছে BanglaBiz বা ‘বাংলা বিজ’-এ। একইসঙ্গে এর হোমপেজ থেকেই পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষের ওয়েবসাইটে প্রবেশ করা যাবে।
২০২৫ সালের এপ্রিল মাসে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত বিডার গভর্নিং বডির সভায় এ উদ্যোগ অনুমোদন পায়। জাইকা বাংলা বিজের ডিজাইন, উন্নয়ন ও বাস্তবায়নে আর্থিক ও কারিগরি সহায়তা দিয়েছে।
বাংলা বিজের প্রথম সংস্করণে যা থাকছে; ল্যান্ডিং পেজ : বিনিয়োগ সংক্রান্ত সেবা, OSS পোর্টালের লিঙ্ক, FAQ এবং যোগাযোগের তথ্য। ইন্টারঅ্যাকটিভ “How to Apply” টুল: ব্যবসার ধরন ও খাতভিত্তিক প্রাসঙ্গিক সংস্থা বাছাইয়ে সহায়তা।ম্যানেজমেন্ট ড্যাশবোর্ড: সেবার মান, বিনিয়োগ প্রবণতা ও সূচক পর্যবেক্ষণ।
জাইকার বাংলাদেশ অফিসের প্রধান প্রতিনিধি তোমোহিদে ইচিগুচি বলেন, “ডিজিটাল রূপান্তর কেবল প্রযুক্তিগত উন্নয়ন নয়, এটি কৌশলগত পরিবর্তনও বটে। বাংলা বিজ অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও বিনিয়োগকারীদের ক্ষমতায়নের প্রতিফলন।”
বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী জানান, দেশি-বিদেশি বিনিয়োগকারীদের দীর্ঘদিনের দাবি ছিল একক বিনিয়োগ পোর্টাল। বাংলা বিজ সেই প্রত্যাশা পূরণ করেছে। তিনি বলেন, “এটি এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে একজন বিনিয়োগকারী এক প্রবেশপথ ব্যবহার করেই ব্যবসা শুরু ও পরিচালনার জন্য প্রয়োজনীয় সব তথ্য ও সেবা পেতে পারেন।”
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বাংলা বিজকে ধাপে ধাপে পূর্ণাঙ্গ ইনভেস্টর সিঙ্গেল উইন্ডো প্ল্যাটফর্মে রূপান্তর করা হবে। পরবর্তী সংস্করণে বিজনেস স্টার্টার প্যাকেজ, বাংলা বিজ আইডি, ডিজিটাল কর্মানুমতি ও নিরাপত্তা ছাড়পত্র অন্তর্ভুক্ত হবে। ফলে সরকারের বিভিন্ন সংস্থার মধ্যে কার্যকর আন্তঃসংযোগ তৈরি হবে।
বিশ্বের বৃহত্তম দ্বিপাক্ষিক উন্নয়ন সহযোগী সংস্থা হিসেবে জাইকা মনে করছে, বাংলা বিজ বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি, মানসম্পন্ন বিনিয়োগ আকর্ষণ ও জনবান্ধব সেবা প্রদানে বড় ভূমিকা রাখবে।
Posted ৪:২৫ অপরাহ্ণ | সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity