
| বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 346 বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত চার কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিগুলো হচ্ছে- বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড (বিএসআরএম), বিএসআরএম স্টিল লিমিটেড, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র অনুসারে, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড (বিএসআরএম) বোর্ড সভা আগামী ১৮ অক্টোবর বিকাল ৫ টায় অনুষ্ঠিত হবে। সভায় গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের জন্যে লভ্যাংশ ঘোষণা দিতে পারে।
বিএসআরএম স্টিল লিমিটেডের বোর্ড সভা আগামী ১৮ অক্টোবর বিকাল ৪ টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের জন্যে লভ্যাংশ ঘোষণা দিতে পারে।
মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বোর্ড সভা আগামী ২৮ অক্টোবর বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের জন্যে লভ্যাংশ ঘোষণা দিতে পারে। এ ছাড়া, একই সভায় ৩০ সেপ্টেম্বর ২০২৫ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পরিচালনা পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন দিলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বোর্ড সভা আগামী ৩০ অক্টোবর দুপুর ২টা ৩৫ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের জন্যে লভ্যাংশ ঘোষণা দিতে পারে। এ ছাড়া, একই সভায় ৩০ সেপ্টেম্বর ২০২৫ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পরিচালনা পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন দিলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
Posted ৩:১০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity