শুক্রবার ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

আইএফআইসি ব্যাংকের গৌরবময় ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

  |   বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   141 বার পঠিত

আইএফআইসি ব্যাংকের গৌরবময় ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

৮ অক্টোবর এক অনাড়ম্বর কিন্তু আনন্দঘন আয়োজনে উদযাপিত হলো আইএফআইসি ব্যাংক লিমিটেডের গৌরবময় ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী। দেশের সর্ববৃহৎ শাখা ও উপশাখা নেটওয়ার্কসম্পন্ন এ ব্যাংক রাজধানীর পুরানা পল্টনে অবস্থিত আইএফআইসি টাওয়ারের মাল্টিপারপাস হলে প্রধান অনুষ্ঠানটির আয়োজন করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. মেহমুদ হোসেন, স্বতন্ত্র পরিচালক কাজী মো. মাহবুব কাশেম, এফসিএ, ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা, উপব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

চেয়ারম্যান মো. মেহমুদ হোসেন তার বক্তব্যে ব্যাংকের এই ৪৯ বছরের সাফল্যের জন্য গ্রাহক, শেয়ারহোল্ডার, কর্মকর্তা-কর্মচারী এবং শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানান। তিনি বলেন, “আইএফআইসির এ অর্জন সবার সম্মিলিত প্রচেষ্টা, আস্থা ও সহযোগিতার ফসল। ভবিষ্যতেও আইএফআইসি ব্যাংক সেবা, দক্ষতা ও উদ্ভাবনের মাধ্যমে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা শুভেচ্ছা বক্তব্যে পরিচালনা পর্ষদের সময়োপযোগী দিকনির্দেশনা ও সুশাসন প্রতিষ্ঠায় নিরলস প্রয়াসের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত আইএফআইসি ব্যাংক বর্তমানে ১,৪১৫টি আউটলেট ও ৬,০০০ এরও বেশি দক্ষ কর্মকর্তা-কর্মচারীর মাধ্যমে সারাদেশে ব্যাংকিং সেবা পৌঁছে দিচ্ছে, যা শহর থেকে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত বিস্তৃত।

তিনি আরও বলেন, “গ্রাহকসেবার মানোন্নয়ন, আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা ও ডিজিটাল ব্যাংকিং সম্প্রসারণে আইএফআইসি ব্যাংক নিরলসভাবে কাজ করছে, যাতে ভবিষ্যতের ব্যাংকিং আরও সহজ, নিরাপদ ও স্মার্ট হয়ে ওঠে।”

অনুষ্ঠানের শেষ পর্বে অতিথি ও কর্মকর্তারা একসঙ্গে কেক কেটে ব্যাংকের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দঘন মুহূর্তটি উদযাপন করেন। – বিজ্ঞ‌প্তি

Facebook Comments Box
advertisement

Posted ১০:০৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

October 2025
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com