
| বুধবার, ০৮ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 529 বার পঠিত
ঢাকা ব্যাংক পিএলসির পরিচালক মির্জা ইয়াসির আব্বাস তার মা ও ব্যাংকের উদ্যোক্তা শেয়ারহোল্ডার আফরোজা আব্বাসকে উপহার হিসেবে ৩ কোটি ১৩ লাখ শেয়ার হস্তান্তর করেছেন এবং ব্যাংকটির আরেক পরিচালক রুকসানা জামান তার স্বামী এটিএম হায়াতুজ্জামান খানকে ৪৬ লাখ শেয়ার উপহার হিসেবে দিয়েছেন।
বুধবার (৮ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, ইয়াসির আব্বাস ডিএসইর লেনদেন সিস্টেমের বাইরে ‘গিফট ট্রান্সফার’ আকারে শেয়ারগুলো হস্তান্তর করেন। এর আগে, গত ৫ অক্টোবর তিনি শেয়ার উপহার দেওয়ার ঘোষণা দেন।
মঙ্গলবার (৭ অক্টোবর) ডিএসইতে ঢাকা ব্যাংকের প্রতিটি শেয়ারের সমাপনী দর ছিল ১১ টাকা ৬০ পয়সা। সে হিসাবে হস্তান্তরিত শেয়ারগুলোর বাজারমূল্য দাঁড়ায় প্রায় ৩৬ কোটি ৩০ লাখ টাকা।
উল্লেখ্য, আফরোজা আব্বাস ঢাকা ব্যাংকের একজন উদ্যোক্তা শেয়ারহোল্ডার এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের স্ত্রী। এই হস্তান্তরের মাধ্যমে ব্যাংকটির প্রায় ৩ শতাংশ মালিকানাএখন আফরোজা আব্বাসের হাতে রয়েছে।
এদিকে, আজ ব্যাংকটির আরেক পরিচালক রুকসানা জামান তার স্বামী এটিএম হায়াতুজ্জামান খানকে ৪৬ লাখ শেয়ার উপহার হিসেবে দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন। এটিএম হায়াতুজ্জামান ব্যাংকটির একজন উদ্যোক্তা। আজকের শেয়ারদর ১১ টাকা ৩০ পয়সা হিসেবে উপহারের ওই শেয়ারের দাম হবে প্রায় ৫ কোটি ২০ লাখ টাকা।
Posted ১:৪৯ অপরাহ্ণ | বুধবার, ০৮ অক্টোবর ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity