
| মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 660 বার পঠিত
শিল্পকারখানার কাঁচামাল আমদানির ক্ষেত্রে ঋণ পরিশোধের সময়সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে রপ্তানিমুখী শিল্পে ব্যবহৃত কাঁচামাল, কৃষিযন্ত্র ও রাসায়নিক সার আমদানির ক্ষেত্রে সরবরাহকারী ও ক্রেতা ঋণের আওতায় মূল্য পরিশোধের সর্বোচ্চ সময়সীমা হবে ৩৬০ দিন। আগে এ সময়সীমা ছিল ১৮০ দিন।
সোমবার (১৮ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়। এতে জানানো হয়, বাড়তি এ সুবিধা চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। তবে এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড (ইডিএফ) থেকে নেওয়া ঋণের ক্ষেত্রে এ সুযোগ প্রযোজ্য হবে না।
কেন্দ্রীয় ব্যাংক বলছে, কাঁচামাল আমদানির ক্ষেত্রে পরিশোধের সময়সীমা বাড়ানো হলে ডলারের বাজারে তাৎক্ষণিক চাপ কিছুটা কমবে এবং ব্যবসায়ীরা আর্থিক ব্যবস্থাপনায় স্বস্তি পাবেন। এতে বিশেষভাবে উপকৃত হবে রপ্তানিমুখী শিল্প খাত, যাদের কাঁচামাল আমদানির পর দীর্ঘ উৎপাদন ও রপ্তানি প্রক্রিয়া সম্পন্ন করতে হয়।
Posted ১:৫১ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity