শুক্রবার ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক অগ্রগতি, ছাড়াল ৩১ বিলিয়ন ডলার

  |   বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   408 বার পঠিত

বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক অগ্রগতি, ছাড়াল ৩১ বিলিয়ন ডলার

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ঊর্ধ্বমুখী ধারা ধরে রেখেছে। সর্বশেষ বুধবার দিন শেষে গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩১ দশমিক ৩৩ বিলিয়ন ডলার, যা রোববারের তুলনায় প্রায় ৫০ কোটি ডলার বেশি।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম–৬ হিসাবপদ্ধতিতে রিজার্ভ দাঁড়িয়েছে ২৬ দশমিক ৩১ বিলিয়ন ডলার। এর আগে রোববার এ হিসাব ছিল ২৫ দশমিক ৮৭ বিলিয়ন ডলার।

গত জুন মাসের শেষে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক প্রবৃদ্ধি, রপ্তানি আয় বৃদ্ধি এবং উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর ঋণ-সহায়তার কারণে রিজার্ভ বেড়ে দাঁড়ায় ৩১ দশমিক ৭২ বিলিয়ন ডলারে। তবে জুলাই মাসের শুরুতে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নকে (আকু) ২০২ কোটি ডলার পরিশোধের ফলে তা কমে দাঁড়ায় ২৯ দশমিক ৫৩ বিলিয়ন ডলারে। এরপর আবারো ধারাবাহিক প্রবাহে রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার অতিক্রম করেছে।

অর্থনীতিবিদরা মনে করছেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকে বাজারে স্থিতিশীলতা ফিরেছে। ডলারের বিনিময় হার ১২২-১২৩ টাকার মধ্যে স্থির থাকায় রিজার্ভে চাপ কমেছে। পাশাপাশি রেমিট্যান্স প্রবাহ বাড়া এবং দাতা সংস্থার অনুদানও রিজার্ভ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

উল্লেখ্য, ২০২১ সালের আগস্টে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সর্বোচ্চ ৪৮ বিলিয়ন ডলারে উঠেছিল। তবে পরবর্তী সময়ে সংকট মোকাবেলায় ডলার বিক্রির কারণে তা ধীরে ধীরে কমতে থাকে। বর্তমানে রিজার্ভ ফের ঘুরে দাঁড়ানোয় অর্থনীতিতে ইতিবাচক বার্তা দিচ্ছে।

 

 

প্রতিদিনের অর্থনীতি/জেবি
Facebook Comments Box
advertisement

Posted ১:০৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com