
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট | 290 বার পঠিত
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৯ ফেব্রুয়ারি) শেয়ারবাজারে সূচক ও লেনদেনে বড় পতন দেখা গেছে।
এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক কমেছে ২৪ পয়েন্টের বেশি।
সূচকের এমন পতনের দিনেও সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমা স্পর্শ করে বিক্রেতাশূন্য হয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানি। ফলে বিনিয়োগকারীরা শেয়ার এবং ইউনিটগুলো শেষ বেলা পর্যন্ত চেষ্টা করেও কিনতে পারেনি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- এস্কয়ার নিট কম্পোজিট, মুন্নু ফেব্রিকস এবং ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড।
কোম্পানিগুলোর মধ্যে এস্কয়ার নিট কম্পোজিটের শেয়ারদর বেড়েছে ৯.৭৮ শতাংশ, মুন্নু ফেব্রিকসের ৯.০১ শতাংশ এবং ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিট দর বেড়েছে ৬.৫৫ শতাংশ।
Posted ১০:১৩ পূর্বাহ্ণ | সোমবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৪
প্রতিদিনের অর্থনীতি | Protidiner_Arthonity