
| রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 651 বার পঠিত
ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স শনিবার (২০ সেপ্টেম্বর) কক্সবাজারে হাই পারফর্মার ম্যানেজার’স কনফারেন্সে ১০ কোটি টাকার বীমা দাবি পরিশোধ করেছে ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সাঈদ আহমেদ।
এতে সভাপতিত্ব করেন ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন।
কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. খসরু চৌধুরী, ডিএমডি মো. আবুল কাসেম, সহকারী ব্যবস্থাপনা পরিচালক মো. খুরশীদ আলম পাটোয়ারী ও বাহার উদ্দিন মজুমদার, তাকাফুল কেন্দ্রীয় সমন্বয়কারী জি এম হেলাল উদ্দিন ও এসভিপি মফিজুল ইসলাম অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে সাঈদ আহমেদ বলেন, দাবি পরিশোধে ন্যাশনাল লাইফের সুনাম রয়েছে। বীমা জীবনের আর্থিক নিরাপত্তার পাশাপাশি সম্পদের নিরাপত্তা দিয়ে থাকে। তাই প্রত্যেক মানুষের ও সম্পদের বীমা থাকা প্রয়োজন। বিশ্বের অধিকাংশ দেশে শতভাগ মানুষ বীমার আওতায় রয়েছে। বীমা শিল্পের উন্নয়ন ও সম্প্রসারণে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তিনি বিআইএ বীমা অ্যাওয়ার্ড প্রবর্তনের ঘোষণা দেন।
সভাপতির বক্তব্যে ন্যাশনাল লাইফের সিইও মো. কাজিম উদ্দিন বলেন, বাংলাদেশে জীবন বীমার অফার সম্ভাবনা রয়েছে। যথা সময়ে দাবি পরিশোধের মাধ্যমে গ্রাহকের আস্থা অর্জনের মধ্য দিয়ে বীমাকে এগিয়ে নিতে হবে। আমরা চাই সব কোম্পানী যথা সময়ে দাবি পরিশোধ করুক। আমরা আমাদের অর্জনের ধারাবাহিকতা বজায় রাখবো এবং কর্মসংস্থান সৃষ্টি ও দেশের অর্থনৈতিক উন্নয়নে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। -বিজ্ঞপ্তি
Posted ৯:২৭ অপরাহ্ণ | রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity