
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট | 135 বার পঠিত
ঢাকায় ৩০০ কোটি টাকা ব্যয়ে জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংক পিএলসির পর্ষদ। গত ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ব্যাংকটির রোর্ড সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এ জমিতে ব্যাংকের প্রধান কার্যালয় নির্মাণ করা হবে বলে ব্র্যাক ব্যাংক সূত্রে জানা গেছে।
আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২৩ হিসাব বছরের তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) ব্র্যাক ব্যাংকের সমন্বিত ইপিএস হয়েছে ৩ টাকা ২৬ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ৩৫ পয়সা। সে হিসাবে তিন প্রান্তিকের ব্যবধানে ব্যাংকটির সমন্বিত ইপিএস বেড়েছে ৩৮ দশমিক ৭২ শতাংশ।
এছাড়া চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকেও (জুলাই-সেপ্টেম্বর) এর আগের হিসাব বছরের একই প্রান্তিকের তুলনায় সমন্বিত ইপিএস বেড়েছে। তৃতীয় প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ৩৪ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৯৯ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪০ টাকা ২২ পয়সা।
সমাপ্ত ২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য মোট ১৫ শতাংশ লভ্যাংশের সুপারিশ করেছে ব্র্যাক ব্যাংকের পর্ষদ। এর মধ্যে সাড়ে ৭ শতাংশ নগদ ও সাড়ে ৭ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ৪ টাকা ২ পয়সা।
Posted ২:৪৮ অপরাহ্ণ | শনিবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৪
প্রতিদিনের অর্থনীতি | Protidiner_Arthonity